img

সৎ ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের

প্রকাশিত :  ০৪:১২, ০১ মার্চ ২০২৪

সৎ ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় সৎ ছেলের ছুরিকাঘাতে খুরশিদা আক্তার (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খুরশিদা আক্তার ওই এলাকার আবুল কাশেমের দ্বিতীয় স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান বলেন, বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে আবুল কাশেমের পরিবারে বিরোধ চলছিল। গতকাল রাত ৯টার দিকে সৎ মায়ের সঙ্গে নুরুল আমিন ভুট্টোর বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে সৎ মাকে ছুরি আঘাত করে নুরুল আমিন ভুট্টো। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, অভিযান চালিয়ে নুরুল আমিন ভুট্টোকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

img

ঢাকার মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না: ডিএনসিসি প্রশাসক

প্রকাশিত :  ১৬:৫৭, ২৯ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ২১:০৯, ২৯ এপ্রিল ২০২৫

রাজধানী ঢাকার মূল সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, শহরের পাড়া-মহল্লার অলিগলিতে শুধু স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ে আয়োজিত ‘ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) মানসম্মত মডেল ও পরীক্ষামূলক নমুনা নির্মাণের বিষয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয়’ নির্ধারণ শীর্ষক সভায় প্রশাসক এসব কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) মানসম্মত মডেল ও নীতিমালা প্রস্তুতের জন্য অল্প সময়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বিইপিআরসি ইজিবাইক প্রকল্প নতুন মানসম্মত মডেলের তিন চাকার স্বল্প গতির ই-রিকশার টাইপ অনুমোদন ও রেজিস্ট্রেশনের প্রস্তাব প্রণয়ন করা হয়। এ প্রস্তাব অনুযায়ী পরীক্ষামূলক নমুনা প্রস্তুত করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান মোহাম্মদ এজাজ।

সভায় অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদ এবং ব্যাটারিচালিত রিকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ এর আরও খবর