
সৎ ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় সৎ ছেলের ছুরিকাঘাতে খুরশিদা আক্তার (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খুরশিদা আক্তার ওই এলাকার আবুল কাশেমের দ্বিতীয় স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান বলেন, বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে আবুল কাশেমের পরিবারে বিরোধ চলছিল। গতকাল রাত ৯টার দিকে সৎ মায়ের সঙ্গে নুরুল আমিন ভুট্টোর বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে সৎ মাকে ছুরি আঘাত করে নুরুল আমিন ভুট্টো। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, অভিযান চালিয়ে নুরুল আমিন ভুট্টোকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।