
পূর্বাচলে আন্ডারপাসে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ৩০

পূর্বাচলে আন্ডারপাসে বিআরটিসির একটি দ্বিতল বাস ধাক্কা খেয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে খবর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সকাল ৯টা ৫৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে পূর্বাচলে আন্ডারপাসে একটি বিআরটিসি দ্বিতল বাস ধাক্কা খেয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন বলেও সংবাদ আসে। পরে পূর্বাচলে থাকা আমাদের ফায়ার স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে যায়। তারা সেখানে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে।
তিনি বলেন, আহত যাত্রী সংখ্যা কমপক্ষে ৩০ জনের মতো। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।