img

গোলাপগঞ্জের নিখোঁজ দুই কিশোরীকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করে র‍্যাব

প্রকাশিত :  ১০:১২, ০২ মার্চ ২০২৪

 গোলাপগঞ্জের নিখোঁজ দুই কিশোরীকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করে র‍্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে। র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সকালে গোলাপগঞ্জের খর্দ্দাপাড়া এলাকায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ১৩ ও ১৫ বছরের দুই কিশোরী। তারা উভয়ই সিলেটের গোলাপগঞ্জের হাজী আব্দুস শহীদ মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থী।

এই ঘটনায় পরিবারগুলোর পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরই প্রেক্ষিতে ভিকটিমদের উদ্ধারে র‌্যাব-৯, সিলেট ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গত ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ দুই কিশোরীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তরসহ সার্বিক ব্যবস্থা গ্রহণে তাদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‍্যাব।


img

চুনারুঘাটে নারীসহ ৩ মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ০৬:১২, ০৭ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পৃথকস্থানে তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাজিগঞ্জ এলাকায় নিজ পোল্ট্রি খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন রায় (৩৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী মারা গেছেন। সুমন রায় গাজিগঞ্জ এলাকার দেবব্রত রায়ের পুত্র।

একই দিন বিকালে উপজেলার মিরাশি ইউনিয়নের পরাঝার খোয়াই নদী থেকে প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, বিকালে রাণীগাঁও ইউনিয়নে গ্রিনল্যান্ড পার্কে ষাটোর্ধ আব্দুল মতিন কাঁঠাল গাছের ডালের সাথে পরনের লুঙ্গি পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত আব্দুল মতিন দক্ষিণ রাণীগাঁও এলাকার মৃত আব্দুল নুরের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন।

সিলেটের খবর এর আরও খবর