img

রেইনহামে আরইসিএস এর ইফতার মাহফিল

প্রকাশিত :  ১৩:০৫, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ১৩:২৮, ২৮ মার্চ ২০২৪

রেইনহামে আরইসিএস এর ইফতার মাহফিল

পূর্ব লন্ডনের রেইনহাম শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ  (আরইসিএস) সোমবার রেইনহাম ভিলেজ প্রাইমারী স্কুলে বার্ষিক ইফতার মাহফিল  আয়োজন  করে।

এই মাহফিলে সমিতির সদস্যবৃন্দ স্থানীয় নেতারা, স্থানীয় কাউন্সিলর জ্যাকি ম্যাকার্ডল, মার্গারেট মুলেন, ট্রেভর ম্যাকিভার, ম্যাথু স্ট্যান্টন এবং চেয়ারম্যান মাতেজ সহ প্রায় ৩০০ অতিথি উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  স্থানীয় পুলিশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা সকলের মধ্যে শক্তিশালী কমিউনিটি—সম্প্রীতি ধরে রাখার আহবান জানান। 


মাহফিলে ইসলামিক নির্দেশনামূলক আলোচনা করেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল।

আরইসিএস সদস্যদের মধ্যে, চেয়ারম্যান মোঃ আবদুল কাইয়ুম খান, সম্পাদক মোহাম্মদ আজহার উদ্দিন, এবং ট্রেজারার শামসুল হক উপস্থিত সকলকে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান।

কমিউনিটি এর আরও খবর

img

বিখ্যাত শেফ টমি মিয়া এওয়ার্ড অনুষ্ঠান ২৯ সেপ্টেম্বর বার্মিহামে

প্রকাশিত :  ০১:১৭, ০৯ মে ২০২৪

বিশ্ব বিখ্যাত শেফ টমি মিয়া\'র উদ্যোগে আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ এন্ড হসপিটালিটি এওয়ার্ড এর প্রেস লঞ্চ গত বৃহস্পতিবার লন্ডনের মে ফেয়ারের গ্রসবেনরের দি বিল্টমরি হোটেলের বল রুমে অনুষ্ঠিত  হয়েছে।

টমি মিয়াস ইন্টারন্যাশনাল শেফ অব দ্যা ইয়ার কম্পিটিশন এন্ড এওয়ার্ড অনুষ্ঠান আগামী ২৯শে সেপ্টেম্বর বার্মিংহামের এনইসি-তে অনুষ্ঠিত হবে।

মুহিবুর রহমানের সঞ্চালনায় এই ইভেন্টে উপস্থিত ছিলেন ইউরো ফুড লিঃ এর সিইও সেলিম আহমেদ, কুটি প্লেস এর  সিইও কুটি মিয়া, ইংল্যান্ড, আমিরিকা, থাইল্যান্ড, দুবাই, পূর্তগাল, নেপাল, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিখ্যাত রেস্তোরাঁ এবং হোটেল এর অনেক সত্ত্বাধিকারী, পার্টনার, সেলেব্রেটি শেফ সহ বিপুল সংখ্যক অনেক ক্যাটারার ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন। 


লন্ডনের মর্যাদাশীল  দি বিল্টমোর মেফেয়ারে আয়োজিত প্রেস লঞ্চ ইভেন্টে  বিশ্ব খ্যাত শেফ হিসাবে টমি মিয়া তাঁর ৩১ বছরের এওয়ার্ড এর সফলতার কথা তুলে ধরেন। অতিথিরা শেফ টমি মিয়ার বিভিন্ন ভালো কাজের ফলে কারী ইন্ডাষ্ট্রি কিভাবে উপকৃত হয়েছে, তা বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।


প্রেস কন্সফারেন্সে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলুল হক, অন লাইন রানার টিভির আ স ম মাসুম, এ টি এন বাংলার সাংবাদিক মোস্তাক বাবুল, অনলাইন হাওয়া টিভির লিটন, জি এইচ রাসেল, অনলাইন বিঅন টিভির তাজুল ইসলাম তাজ, বাংলা ভিশনের সোহেল পাপ্পু  সহ অনেকে।


কমিউনিটি এর আরও খবর