img

শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশিত :  ০৫:২২, ৩০ মার্চ ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সিরিজে পিছিয়ে পড়ে আজ দ্বিতীয় টেস্টে মাঠে নামছে টাইগাররা।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জায়া ডি সিলভা। 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন না সাকিব আল হাসান। তবে চট্টগ্রাম টেস্ট দিয়েই আবার জাতীয় দলের হয়ে মাঠে ফিরছেন তিনি। সিলেটে টাইগারদের একাদশে ছিলেন শরিফুল ইসলাম এবং নাহিদ রানা। তবে দ্বিতীয় টেস্টের একাদশে রাখা হয়নি তাদের। এ দুজনের বদলে একাদশে আছেন শাহাদাত হোসেন এবং হাসান মাহমুদ। এই টেস্ট দিয়েই সাদা পোশাকে অভিষেক হচ্ছে হাসানের। 

এদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে চোটের কারণে ছিটকে গেছেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। সিলেটে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর বদলে দলে জায়গা পেয়েছেন অসিথা ফার্নান্দো।  

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাদুশঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো

img

কার্লোর চাকরি বাঁচিয়ে বড় জয় এনে দিলেন এনড্রিক

প্রকাশিত :  ০৬:৩০, ১৭ জানুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৩১, ১৭ জানুয়ারী ২০২৫

স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এরপরই লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তির চাকরির সুতোয় টান পড়ে। সংবাদ মাধ্যম দাবি করেছিল, কোপা দেল রে’র ফলাফলের ওপর নির্ভর করছে ইতালিয়ান কোচের ভাগ্য। 

ওই ভাগ্য পরীক্ষায় কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-০ গোলের লিড নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু মৌসুম জুড়ে ভোগানো রক্ষণের ভুলে শেষ দিকে জোড়া গোল খেয়ে ম্যাচ ২-২ সমতা হয়ে যায়। অতিরিক্ত সময়ে বদলি নামা তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিকে জোড়া গোল করে কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়ালকে ৫-২ গোলের বড় জয় এনে দিয়েছেন। 

বৃহস্পতিবার রাতের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩৭ মিনিটে এমবাপ্পের গোলে প্রথম লিড নেয় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস ৪৮ মিনিটে ব্যবধান ২-০ করেন। ৮৩ মিনিটে জোনাথন বাম্বা ও ৯১ মিনিটে পেনাল্টি থেকে মার্কো অ্যাসেনসিও গোল করে সেল্টা ভিগোকে ২-২ গোলের সমতা এনে দেন। 

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে এমবাপ্পের বদলি হয়ে ৭৯ মিনিটে মাঠে নামেন এনড্রিক। এরপরই দুই গোল খাওয়া রিয়ালকে তিনিই উদ্ধার করেন। ১০৮ মিনিটে এনড্রিকে দলকে লিডে ফেরান। ১১২ মিনিটে গোল আসে রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দের পা থেকে। শেষ বাঁশির এক মিনিট আগে এনড্রিকে রিয়ালের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন।