img

মাধবপুরে ট্রাক্টর চাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

প্রকাশিত :  ১০:১৬, ০৪ এপ্রিল ২০২৪

 মাধবপুরে ট্রাক্টর চাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

বালু বোঝাই ট্রাক্টর চাপায় হবিগঞ্জের মাধবপুর-মনতলা সড়কে রাজনগর নামকস্থানে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ইয়াকুব আলী নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) সকালে উপজেলার মাধবপুর-মনতলা সড়কে রাজনগর নামকস্থানে দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের মজিদ আলীর পুত্র।

স্থানীয়রা জানান, বালুবোঝাই একটি ট্রাক্টর মাধবপুর-মনতলা সড়কের রাজনগর নামকস্থানে মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধবপুর থানার (ওসি) রাকিবুল ইসলাম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট জেলা ও মহানগর এনসিপি’র কমিটি ঘোষণা

প্রকাশিত :  ০৮:৩০, ১৯ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:১৩, ১৯ জুন ২০২৫

সিলেট জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত কমিটি দুটি সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। 

কমিটি দুটির মেয়াদ তিন মাস কিংবা আহ্বায়ক কমিটির আগ পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। 

২১ সদস্যের মহানগর সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে ব্যবসায়ী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন ৭ জন। তারা হলেন- মোহাম্মদ নুরুল হক, আদনান তৈয়ব, মুস্তাক আহমদ, কিবরিয়া সারওয়ার, নাঈম শেহজাদ, তারেক আহমেদ বিলাস ও আফজল হোসেন।

মহানগর কমিটিতে সদস্য রাখা হয়েছে ১৩ জনকে। তারা হলেন- কামরান জায়গীরদার, অনামিকা দেব, মোহাম্মদ নুরুল আবসার (বদরুল), সুলতান হোসেন মিজান, সাদী জামালী, ফুয়াদ হাসান, সজল আহমদ, নওশাদ আহমদ চৌধুরী, নুরুল হুদা, মামুন রশীদ, জাকির হোসেন, সায়মন সাদিক জুনেদ ও নাজিম উদ্দিন।

এদিকে, নাজিম উদ্দীন শাহানকে প্রধান সমন্বয়কারী করে ঘোষিত জেলা কমিটিতে যুগ্ম সমন্বয়কারী রাখা হয়েছে ৬ জনকে। যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মেজর (অব.) মোস্তফা আনওয়ারুল আজিজ, ফয়সল আহমেদ, কামরুল হাসান আরিফ, আবু সাইদ, আহসান জাবুর (শহীদ তুরাবের ভাই) ও সালমান খুরশেদ।

জেলা কমিটিতে সদস্য হিসেবে ঠাঁই হয়েছে ২৪ জনের। তারা হলেন- গোলাম আকবর, আয়েশা সিদ্দিকা প্রিয়া, আবু ইউসুফ, সালিম খান, শেখ জাবেদ আহমেদ, মনসুর আহমেদ চৌধুরী, আতাউর রহমান আতা, কমল রশিদ, আবদুর রহিম, শামসুল ইসলাম, শরীফ আহমদ, হিফজুর রহমান, ইমাম উদ্দিন, শিপন আহমদ শিপু, সিদ্দিকী আবুল আলা, নুরুল ইসলাম, ইবরাহিম নাহির, শামসুজ্জামান হেলাল, সোহেল আহমদ মুসা, গিয়াস উদ্দিন, কারুল হাসান, সুমেল মিয়া, মনিরুল সাকিব ও মুস্তাফিজুর রহমান।

সিলেটের খবর এর আরও খবর