img

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৮ জন

প্রকাশিত :  ০৫:৪৬, ০৫ এপ্রিল ২০২৪

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৮ জন

মৌলভীবাজারে হতদরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ৪৮ জন মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৪৮ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান।

কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুস ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়েছেন তারা।

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জেলার ৪৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন পুরুষ ৪১ জন এবং নারী ৭ জন। নির্বাচিতদের মধ্যে পুলিশ পোষ্য কোটায় ১ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৪, উপজাতি কোটায় ২, নারী সাধারণ কোটায় ৫ জন এবং পুরুষ সাধারণ কোটায় ৩৬ জন। এছাড়া ৭ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, আমরা শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। শুধু সরকারি ফি ১২০ টাকা ছাড়া আর কোনো টাকা-পয়সা কাউকে কোথাও খরচ করতে হয়নি।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যারা পুলিশের কনস্টেবল পদে নির্বাচিত হয়েছেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট যুগের স্মার্ট পুলিশ হিসেবে জনগণের কল্যাণে কাজ করবে।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে মোট ১ হাজার ৭২২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৩৭০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।


সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট জেলা ও মহানগর এনসিপি’র কমিটি ঘোষণা

প্রকাশিত :  ০৮:৩০, ১৯ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:১৩, ১৯ জুন ২০২৫

সিলেট জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত কমিটি দুটি সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। 

কমিটি দুটির মেয়াদ তিন মাস কিংবা আহ্বায়ক কমিটির আগ পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। 

২১ সদস্যের মহানগর সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে ব্যবসায়ী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন ৭ জন। তারা হলেন- মোহাম্মদ নুরুল হক, আদনান তৈয়ব, মুস্তাক আহমদ, কিবরিয়া সারওয়ার, নাঈম শেহজাদ, তারেক আহমেদ বিলাস ও আফজল হোসেন।

মহানগর কমিটিতে সদস্য রাখা হয়েছে ১৩ জনকে। তারা হলেন- কামরান জায়গীরদার, অনামিকা দেব, মোহাম্মদ নুরুল আবসার (বদরুল), সুলতান হোসেন মিজান, সাদী জামালী, ফুয়াদ হাসান, সজল আহমদ, নওশাদ আহমদ চৌধুরী, নুরুল হুদা, মামুন রশীদ, জাকির হোসেন, সায়মন সাদিক জুনেদ ও নাজিম উদ্দিন।

এদিকে, নাজিম উদ্দীন শাহানকে প্রধান সমন্বয়কারী করে ঘোষিত জেলা কমিটিতে যুগ্ম সমন্বয়কারী রাখা হয়েছে ৬ জনকে। যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মেজর (অব.) মোস্তফা আনওয়ারুল আজিজ, ফয়সল আহমেদ, কামরুল হাসান আরিফ, আবু সাইদ, আহসান জাবুর (শহীদ তুরাবের ভাই) ও সালমান খুরশেদ।

জেলা কমিটিতে সদস্য হিসেবে ঠাঁই হয়েছে ২৪ জনের। তারা হলেন- গোলাম আকবর, আয়েশা সিদ্দিকা প্রিয়া, আবু ইউসুফ, সালিম খান, শেখ জাবেদ আহমেদ, মনসুর আহমেদ চৌধুরী, আতাউর রহমান আতা, কমল রশিদ, আবদুর রহিম, শামসুল ইসলাম, শরীফ আহমদ, হিফজুর রহমান, ইমাম উদ্দিন, শিপন আহমদ শিপু, সিদ্দিকী আবুল আলা, নুরুল ইসলাম, ইবরাহিম নাহির, শামসুজ্জামান হেলাল, সোহেল আহমদ মুসা, গিয়াস উদ্দিন, কারুল হাসান, সুমেল মিয়া, মনিরুল সাকিব ও মুস্তাফিজুর রহমান।

সিলেটের খবর এর আরও খবর