
চেহারা ভারি হচ্ছে, কমছে না ওজন? জেনে নেন কী কারণে ওজন কমছে না

বর্তমানে চেহারা ভারি হয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সাধারণ সমস্যা। মোটা হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। নিয়ম মেনেও কমাতে পারছেন না স্বাস্থ্য। তবে জেনে নেওয়া প্রয়োজন ঠিক কী কারণে ওজন কমছে না।
চলুন তাহলে দেখে নেওয়া যাক এই বিষয়ে ভারতীয় ডা. মিলটন বিশ্বাস ঠিক কী বলেছেন-
এ প্রসঙ্গে তিনি বলেন,১০০ গ্রাম আলুকে যদি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করা হয় তাহলে তার মধ্যে ক্যালরি পাওয়া যাবে ৯৩ ক্যালরি। এবং এই একই পরিমাণ আলুকে যদি সম্পূর্ণ ডুবো তেলে ভেজে নেওয়া হয় তাহলে ক্যালরির পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩১২ ক্যালোরিতে। এ ক্ষেত্রে একই পরিমাণ আলুকে শুধুমাত্র ডুবো তেলে ভেজে নেওয়ার কারণে ক্যালরির পরিমাণ তিন গুণ বেড়ে যাবে।
তিনগুণ ক্যালোরি বেড়ে যাওয়ার কারণ কী? তেলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালরি থাকে। মাত্র ২৫০ এমএল রান্নার তেলে প্রায় দু হাজার ক্যালোরি থাকে।
* ওজন কমানোর জন্য যেখানে ৫০০ ক্যালোরি কম খাওয়ার প্রয়োজন। সেখানে যদি ৫০০ ক্যালোরি বেশি খেয়ে নেওয়া হয় তাহলে ওজন কমবে না। ওজন কমানোর জন্য কম ক্যালরি যুক্ত খাবার খেতে হবে।
* তেলেভাজা খাবার এবং বাজারের ফাস্ট ফুড খাবার খাওয়া বন্ধ করতে হবে। মিষ্টি খাওয়ার পরিমাণ কমাতে হবে। সব কিছুর পাশাপাশি শরীরচর্চা করাও অবশ্যই দরকার।
সূত্র- নিউজ ১৮