
পর্দা কাঁপিয়েছে `একাই রাজকুমার’

ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রকাশ পাবে বাংলার কিংখান শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’। এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই। আর কিছুদিনের অপেক্ষামাত্র।
গতকাল প্রকাশ করা হয়েছে সিনেমার নতুন গান, ‘আমি একাই রাজকুমার’ গানটি। অশোক রাজার নৃত্য পরিচালনায় পর্দা কাঁপিয়েছেন শাকিব। সিনেমার অন্যান্য গানের চেয়ে গানটি কিছুটা ভিন্নধর্মী। ঈদের মতো আনন্দে উৎসবে মেতে ওঠার জন্য যথাযোগ্য। গানের রিদম, সুর, হারমোনির সমন্বয় অনেকের পছন্দ হয়েছে।
রঙ-বেরঙের সমন্বিত পোশাকে পায়ে নাচে মেতে উঠেছেন শাকিব। গানটিতে কণ্ঠ দিয়েছেন শামীম হাসান।
এর আগে সিনেমার আরো ২ টি গান প্রকাশ পেয়েছিল। প্রথম গান ছিল সিনেমার টাইটেল ট্র্যাক। নায়িকার বেশে কর্টনি কফিও হাজির হন। তার সাথে শাকিবকে প্রেম আবেদনের গান ছিল সেটি। বিদেশিনীর সাথে ভালোবাসার দৃশ্যে দেখা যায় শাকিব খানকে। বিদেশের রাস্তায় প্রেমে মজেছেন সিনেমার নায়ক-নায়িকা। কণ্ঠ দিয়েছিলেন বালাম এবং কোনাল।
দ্বিতীয় গান ‘বরবাদ’ও কিছুটা ঠান্ডা ধাচের। প্রেমের কারণে বরবাদ হতে চাওয়া প্রেমিকদের মনের অনুরাগ ফুটে উঠেছে গানের কথার। প্রিন্স মাহমুদের পরিচালনায় কণ্ঠ দিয়েছেন নবাগত শিল্পী আলিফ।