img

পর্দা কাঁপিয়েছে `একাই রাজকুমার’

প্রকাশিত :  ০৭:১২, ০৭ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:১৩, ০৭ এপ্রিল ২০২৪

পর্দা কাঁপিয়েছে `একাই রাজকুমার’

ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রকাশ পাবে বাংলার কিংখান শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’। এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই। আর কিছুদিনের অপেক্ষামাত্র।

গতকাল প্রকাশ করা হয়েছে সিনেমার নতুন গান, ‘আমি একাই রাজকুমার’ গানটি। অশোক রাজার নৃত্য পরিচালনায় পর্দা কাঁপিয়েছেন শাকিব। সিনেমার অন্যান্য গানের চেয়ে গানটি কিছুটা ভিন্নধর্মী। ঈদের মতো আনন্দে উৎসবে মেতে ওঠার জন্য যথাযোগ্য। গানের রিদম, সুর, হারমোনির সমন্বয় অনেকের পছন্দ হয়েছে।

রঙ-বেরঙের সমন্বিত পোশাকে পায়ে নাচে মেতে উঠেছেন শাকিব। গানটিতে কণ্ঠ দিয়েছেন শামীম হাসান।  


এর আগে সিনেমার আরো ২ টি গান প্রকাশ পেয়েছিল। প্রথম গান ছিল সিনেমার টাইটেল ট্র্যাক। নায়িকার বেশে কর্টনি কফিও হাজির হন। তার সাথে শাকিবকে প্রেম আবেদনের গান ছিল সেটি। বিদেশিনীর সাথে ভালোবাসার দৃশ্যে দেখা যায় শাকিব খানকে। বিদেশের রাস্তায় প্রেমে মজেছেন সিনেমার নায়ক-নায়িকা। কণ্ঠ দিয়েছিলেন বালাম এবং কোনাল।

দ্বিতীয় গান ‘বরবাদ’ও কিছুটা ঠান্ডা ধাচের। প্রেমের কারণে বরবাদ হতে চাওয়া প্রেমিকদের মনের অনুরাগ ফুটে উঠেছে গানের কথার। প্রিন্স মাহমুদের পরিচালনায়  কণ্ঠ দিয়েছেন নবাগত শিল্পী আলিফ।

img

অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশে সোপর্দ

প্রকাশিত :  ১৫:১৬, ২৯ এপ্রিল ২০২৫

ঢাকায় একদল যুবকের হাতে মারধরের শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান, যিনি সিদ্দিক নামেই বেশি পরিচিত। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরের পর থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক সিদ্দিককে দুপাশ থেকে ধরে টানা হেঁচড়া করছেন। এসময় সিদ্দিকে পোশাক ছিঁড়ে ফেলা হয়। ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি।’

অভিনেতা সিদ্দিককে রমনা থানায় নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানাটির এসআই জালাল উদ্দিন। তিনি বলেন, ‘ঘণ্টাখানেক আগে (বিকেল সাড়ে ৪টা নাগাদ) সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে রমনা থানাতেই আছেন।’

সিদ্দিককে কোন মামলায় গ্রেপ্তার বা আটক করা হয়েছে জানা যায়নি।

বিষয়টি জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এমনকি তার ঘনিষ্ঠরাও এ বিষয়ে কিছু বলতে পারছেন না।

অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন। বেশ কয়েক বছর ধরেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন। ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

সিদ্দিক ১৯৯৯ সাল থেকে আরামবাগ থিয়েটারের নিয়মিত কর্মী। মঞ্চে ‘রাজারগল্প’, ‘পেজগি’, ‘বলদ’সহ বেশ কিছু নাটকে কাজ করেছেন। পরে তিনি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। কিছুদিন সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। ২০০৫ সালে দীপংকর দীপনের ‘রৌদ্র ও রোদেলার কাব্য’ নাটকে ‘কাউয়া সিদ্দিক’ চরিত্র দিয়ে প্রথম নাটকে নাম লেখান তিনি।

‘কবি বলেছেন’ নাটকে অভিনয় করে টিভি দর্শকদের নজর কাড়েন সিদ্দিক। পরে ইফতেখার আহমেদ ফাহমি ও রেদওয়ান রনির ‘হাউসফুল’ নাটকে ‘সিদ্দিক’ নামে অভিনয় করে প্রশংসিত হন। ‘গ্র্যাজুয়েট’ ও ‘মাইক’ তাকে পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়। বেশ কয়েকটি চলচ্চিত্রেও দেখা গেছে সিদ্দিককে।