img

নিউইয়র্কে ভাটেরা যুবসমাজ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ১০:২০, ০৮ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১০:২৭, ০৮ এপ্রিল ২০২৪

নিউইয়র্কে ভাটেরা যুবসমাজ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভাটেরাবাসীদের সংগঠন ভাটেরা যুবসমাজ ইউএসএ’র উদ্যোগে নিউইয়র্কে প্রথমবারের মত ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৭ মার্চ বুধবার সিটির ওজন পার্কের মদিনা পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাফিজ শাহ আলমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুরমান ও ফয়ছলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুস ছমেদ সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি। বিশেষ অতিথি ছিলেন ভাটেরার বিশিষ্ট মুরব্বি শেখ আব্দুল মতিন (আলতা), জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার (একাংশ) সভাপতি এডভোকেট শাহিন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ।

অনুষ্ঠানে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন আদনান বাশার তালুকদার নিজাম। এছাড়াও সিলেটি ভাষায় ছড়া আবৃত্তি করেন শাহ মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপি ব্যারিষ্টার সুমনকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ভাটেরার বয়োজ্যেষ্ঠ মুরব্বি হাজি শেখ আখদ্দছ আলী সিদ্দিকী, হাজী আবুল কালাম সিদ্দিকী. ম্যানহাটন মদিনা মসজিদের সেক্রেটারি এনায়েত হুসেন জালাল, কুলাউড়ার বিশিষ্ট মুরব্বি লুৎফুর রহমান চৌধুরী, আবুল খায়ের রেজাউল করিম রেনু, হাজি সুরুজ মিয়া, সাবু মিয়া, হেলিম উদ্দিন, শেখ লেবু মিয়া তালুকদার, ছিলিক মিয়া, আব্দুল জব্বার সিদ্দিকী, শামিম আহমদ, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ প্রমুখ সহ নিউইয়র্ক ও নিউজার্সীতে অবস্থানরত ভাটেরাবাসীরা উপস্থিত ছিলেন।

কমিউনিটি এর আরও খবর

img

বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ও বৈশাখী উৎসব

প্রকাশিত :  ১৩:০৭, ১৬ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:১৬, ১৬ জুন ২০২৫

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের এজিএম এবং বৈশাখী উৎসব গতকাল (১৫ জুন) রবিবার অনুষ্ঠিত হয়েছে । 

সংগঠনের সাধারণ সস্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাতের পরিচালনায় এবং ট্রাস্টি বোর্ডের চেয়ার অধীর রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে রহমান জিলানি, মোহাম্মদ এনামুল হক, আব্দুল আউয়াল, অধীর দাস, ড. সিরাজ চৌধুরী, অজিত সাহা, কাউন্সিলর সায়মা আহমেদ, বুলবুল হাসান, আশরাফ জামান, আসাবুল হোসেন, ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী, ডা. ডাম্বেল বিশ্বাস এবং মোহাম্মদ খালেদ মিল্লাতকে সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. রেজাউল করিম চুন্নু। 

বৈশাখী আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং অতিথি শিল্পীরা গান, আবৃত্তি, ফ্যাশন শো আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

কমিউনিটি এর আরও খবর