img

শিশুসন্তানের সামনেই স্বামীর হাতে খুন হলেন ব্রিটিশ বাংলাদেশি নারী

প্রকাশিত :  ১০:৫৩, ০৮ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১৫:২৪, ০৮ এপ্রিল ২০২৪

শিশুসন্তানের সামনেই স্বামীর হাতে খুন হলেন ব্রিটিশ বাংলাদেশি নারী

ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত অন্যতম শহর ব্রাডফোর্ডে নিজ শিশুসন্তানের সামনেই স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন কুলসুমা আক্তার শিউলী নামে এক ব্রিটিশ বাংলাদেশি নারী। নিহত শিউলীর গ্রামের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলায়।

ব্রাডফোর্ডের নিকটবর্তী শহর ওল্ডহামে বসবাসকারী নিহত শিউলীর ভাই আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, গত শনিবার লন্ডনের স্থানীয় সময় বিকেল চারটায় ৫ মাস বয়সী শিশুপুত্রের সামনেই শিউলিকে ছুরিকাঘাত করেন স্বামী হাবিবুর রহমান মাসুম। এ ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছেন। 

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মাসুম দুই বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে ষ্টুডেন্ট ভিসায় ব্রিটেনে আসেন। আর স্ত্রী শিউলী আসেন মাসুমের নির্ভরশীল হিসেবে। এ দম্পতি শুরুতে থাকতেন ওল্ডহাম এলাকায়। তাদের পারিবারিক কলহ শুরু হলে এক পর্যায়ে তা পুলিশ পর্যন্ত গড়ায়। পরে পুলিশ শিউলীকে স্যোশাল সার্ভিসের মাধ্যমে আগের বসবাসস্থল থেকে সরিয়ে ব্রাডফোর্ডে নিরাপদে রাখার ব্যবস্থা করে। কিন্তু স্বামী মাসুম পুলিশের নিষেধ উপেক্ষা করে শিউলীর গতিবিধি নজরদারী শুরু করেন।

ঘটনার দিন ইফতারের আগে শিউলী তার শিশুপুত্রকে নিয়ে খাবার কিনতে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মাসুম শিউলীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তৎক্ষণাৎ শিউলী মৃত্যুমুখে ঢলে পড়েন।

নিহত শিউলীর ভাই আক্তার হোসেন তার বোনের খুনীকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা চেয়েছেন। শিউলীর পোষ্টমর্টেম শেষে মরদেহ পেলে জানাজা ও দাফনের ব্যপারে সিদ্বান্ত নেয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, সদ্য আসা বাংলাদেশী পরিবারগুলোতে ক্রমবর্ধমান দাম্পত্য কলহের মূল কারণ হলো আর্থিক অনটন; দেশ থেকে আসার পর স্বপ্নের লন্ডনের সঙ্গে বাস্তবতার আকাশ পাতাল ফারাক। এ কারণে প্রতিদিন কমিউনিটির কোথাও না কোথাও দাম্পত্য কলহ থেকে গুরুতর সংঘাতের খবর পাওয়া যায়।


কমিউনিটি এর আরও খবর

img

বাংলাদেশ ও ঘানার জন্য আইএইচডিএফ গ্লোবাল মেডিকেল ক্যাম্প ইনিশিয়েটিভ ঘোষণা করেছে

প্রকাশিত :  ১৭:৫৮, ১৬ জানুয়ারী ২০২৫

আনসার আহমেদ উল্লাহ: ইন্টারন্যাশনাল হেলথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইএইচডিএফ) তাদের সম্প্রসারিত গ্লোবাল মেডিকেল আউটরিচ প্রোগ্রাম ঘোষণা করেছে, যা ৩-১৪ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত ১৪ জানুয়ারী লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

পূর্ববর্তী বাংলাদেশ হেলথ ট্যুরের সাফল্যের উপর ভিত্তি করে, আইএইচডিএফ বাংলাদেশ এবং ঘানা উভয়কেই অন্তর্ভুক্ত করার জন্য তার পরিধি বাড়িয়েছে। মেডিকেল ক্যাম্পগুলি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেবা প্রদান করবে, যার মধ্যে রয়েছে গাজীপুর, বরিশাল এবং সিলেটের শোদোর, বোলদি এবং ওসমানী নগর অঞ্চল। ঘানায়, দলটি ডিডাসো এবং দুয়াসিতে পরিষেবা প্রদান করবে।

ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের একটি দল স্থানীয় চিকিৎসা কর্মীদের সাথে সহযোগিতা করে প্রতিটি স্থানে ৩০০ জনেরও বেশি সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহ করবে। এই উদ্যোগটি আইএইচডিএফের মানবিক স্বাস্থ্যসেবা প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য সম্প্রসারণের প্রতিনিধিত্ব করে।

এই প্রকল্পটি একাধিক সংস্থার সমর্থন পেয়েছে, যার মধ্যে দ্য নিকাহ সেন্টার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে। অতিরিক্ত পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে মাই ম্যারেজ রকস, কুতু চাঁদ ফাউন্ডেশন, এসএনএডি ফাউন্ডেশন, বাংলাদেশ মেডিকেল রিলিফ ফাউন্ডেশন (বিএমআরএফ), ডোনেট ফর গুড, ব্লুপাই সলিউশনস, এসসিবি গ্লোবাল এবং আব্দুল মুক্তাদির ফটোগ্রাফি।

প্রেস কনফারেন্স আইএইচডিএফ টিমের পক্ষে বক্তব্য রাখেন চেয়ারম‍্যান ডাঃ কাউসার হক জেনারেল সেক্রেটারি শাহাদৎ হোসাইন, ট্রেজারার ডাঃ আলিম উদ্দিন, মিডিয়া অফিসার, মোঃ আখলাকুর রহমান পান্না, লিড ফার্মাসিসট সাইমা চৌধুরী ও গ্লোবাল ডেভেলপমেন্ট অফিসার আক্তারুজা্জামান ।

সংবাদ সম্মেলনে, আইএইচডিএফ প্রতিনিধিরা দাতা, স্বেচ্ছাসেবক এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা এই আন্তর্জাতিক চিকিৎসা অভিযানকে সম্ভব করে তুলেছেন।


 

কমিউনিটি এর আরও খবর