ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে কার্ডিফে ইফতার মাহফিল অনুষ্ঠিত
যুক্তরাজ্য ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে কার্ডিফের শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে গত ৬ ই এপ্রিল ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ তসলিম আলী।
ইফতার মাহফিলে ইউকে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এ মালিক, ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, বদর উদ্দিন চৌধুরী বাবর, আকতারুজ্জামান কুরেশি নিপু, কাওসার হোসেন, ইকবাল আহমেদ, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ,সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, ওয়েলস শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস এ খান লেনিন, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, মোহাম্মদ রাসেল ফিরোজ, এম এ রুউফ, আসাদ মিয়া, তৈমুছ আলী, শাহ সুরুক মিয়া, ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদানদের আত্মার শান্তি কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বাংলাদেশের উন্নয়ন ও মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করা হয়।
মসজিদের ব্যবস্থাপনা কমিটি ও তাঁদের স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত সহায়তার জন্য ওয়েলস আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানানো হয়। — সংবাদ বিজ্ঞপ্তি