img

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের আহবায়ক কমিটি গঠিত

প্রকাশিত :  ০২:২৬, ০৯ এপ্রিল ২০২৪

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের আহবায়ক কমিটি গঠিত

ব্রিটেনে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনের উপস্থিতিতে গত ৪ এপ্রিল পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ইফতার মাহফিল এবং সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমানের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্যাট্রন ডক্টর হাসনাত এম হোসেইন এমবিই, ও কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব জালাল উদ্দিন, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কো—কনভেনর মসুদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, সাপ্তাহিক জনমত এর সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার  আহবাব হোসেন, কাউন্সিলার রিতা বেগম, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল কাদির সালেহ, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুস শহীদ ও ব্যারিস্টার নাজির আহমদ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন দিলু, ও সাউথ ইস্ট রিজিওনের লোকমান হোসেন সহ প্রমুখ। 

এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী, ব্যারিস্টার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী, হারুনুর রশিদ, লোকমান আহমদ, জামাল হোসেন, সিপার রেজাউল করিম, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শেখ নুরুল ইসলাম, হেলেন ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আমিনুল হক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, ট্রেজারার মোঃ আজম খান, জয়েন্ট সেক্রেটারি আখলাকুর রহমান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাংস্কৃতিক সম্পাদক কদর উদ্দিন, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রন্জু, দশঘর প্রগতি ট্রাস্টের সাধারণ সম্পাদক তানভীর আহমদ, ময়ূর মিয়া, আব্দুল মালিক, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি খালেদ খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রফি, আজম আলী, দৌলত আহমদ, জসিম উদ্দিন, ইসলাম উদ্দিন, আলা উদ্দিন, সিলেট সদর এসোসিয়েশনের সেক্রেটারি মোঃ শাহীন আহমদ, শেখ আব্দুর রউফ তালুকদার, আতিকুল ইসলাম, বদরুল হক মনসুর, বাংলাদেশ প্রবাসী ও অভিবাসী পরিষদ এর প্রধান উপদেষ্টা মোঃ মাসুদুর রহমান মাসুদ, দৌলত  আহমদ, আনোয়ার খান, জোবায়ের আহমদ শাহজাহান, আব্দুল ওয়াহিদ, নাসির উদ্দিন, রাকিব রুহেল, মোঃ আফতাব হোসেন, শাহ চেরাগ আলী, শাহাব উদ্দিন, আবু চৌধুরী, সাংবাদিক আজিজুল আম্বিয়া, মহিলা সংগঠক সোফিয়া আলম, জোনারা ইসলাম, রুবি আক্তার, ইভা আহমদ, অনু দে, গঙ্গা দে, শাহ সাইফুল আক্তার লিংকন, আবুল হাসান, সাব্বির আহমদ, আব্দুল আহাদ, ও তাজুল ইসলাম সহ অন্যান্য কমিউনিটি এক্টিভিস্ট ও নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে বিলেতে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির উন্নয়ন ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যের বন্ধনে কাজ করাসহ মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় । 

দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল কাদির সালেহ। 

সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রায় দুইশত সদস্য পাঁচশত পাউন্ড ফি দিয়ে লাইফ মেম্বার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানানো হয়। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে গোটা ব্রিটেনজুড়ে লাইফ মেম্বার বাড়ানোর জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় বক্তারা বলেন, “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাথে বিলেতের সুপরিচিত ও প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রয়েছেন বিধায় এই সংগঠনের সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই অনেকেই পাঁচশত পাউন্ড দিয়ে লাইফ মেম্বার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন।” 


ইফতার শেষে দ্বিতীয় পর্বে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর সংগঠনের সাউথ ইষ্ট রিজিওনের ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করলে উপস্থিত সবাই করতালির মাধ্যমে সমথর্ন প্রদান করেন। 

সংগঠনের সাউথ ইষ্ট রিজিওনাল কনভেনার নির্বাচিত হয়েছেন কমিউনিটি লিডার হারুনুর রশিদ, কো—কনভেনার নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন।

এছাড়াও জয়েন্ট কনভেনার হিসেবে রয়েছেন — মোঃ তাজুল ইসলাম, কাউন্সিলর রিতা বেগম, ব্যারিস্টার আব্দুস শহীদ, কদর উদ্দিন, সিপার রেজাউল করিম, মৌলানা রফিক আহমদ রফিক, বেলাল হোসেন, আব্দুর রহিম রন্জু, শেখ নুরুল ইসলাম, আব্দুল বাসিত রফি, হেলেন ইসলাম, সৈয়দ এম করিম সায়েম, খালেদ খান, ইসলাম উদ্দিন, ব্যারিস্টার লিয়াকত আলী, খালেদ চৌধুরী, হেভেন খান, আজম আলী, সাদেক মিয়া, খান জামাল নুরুল ইসলাম, আজিজুল আম্বিয়া, গিয়াস আহমদ, রাকিব রুহেল, আব্দুল মালিক ও নিয়ামত খান। সদস্য— নুরুল ইসলাম মাহবুব, সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মসুদ আহমদ, ড. এম মুজিবুর রহমান, মাসুম আহমদ, মিরন মিয়া,  তানভীর আহমদ, শরিফুল ইসলাম, কামাল আহমদ, লুবেক চৌধুরী, মোঃ জসিম উদ্দিন, তারেক চৌধুরী, আবুল কালাম, আনোয়ার খান, নাসির উদ্দিন, আব্দুল মালিক, সোফিয়া আলম, জোনারা ইসলাম, আব্দুল ওয়াহিদ, জোবায়ের আহমদ শাহজাহান, মোঃ শাহীন আহমদ, আলা উদ্দিন, রুজিয়া বেগম, রুবি আক্তার, ইভা আহমদ, অনু দে, গঙ্গা দে, সাব্বির আহমদ, আব্দুল আহাদ, আবুল হাসান, মোঃ মাসুদুর রহমান মাসুদ, শাহ সাইফুল আক্তার, আজমল হোসেন, রেজাব আহমদ, শাহ চেরাগ আলী, শাহাব উদ্দিন, মাসুদুর রহমান, আব্দুর রহিম, নূর আলম, মোঃ আফতাব হোসেন প্রমূখ ।

রিজিওনাল আহবায়ক কমিটি আগামী তিনমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ গ্রেটার সিলেট কমিউনিটির ইস্ট লন্ডন ব্রাঞ্চ, এসেক্স ব্রাঞ্চ, মিডলসেক্স ব্রাঞ্চ, সেন্ট্রাল লন্ডন ব্রাঞ্চ, কেন্ট ব্রাঞ্চ, লুটন ব্রাঞ্চ ও বেডফোর্ড ব্রাঞ্চ কমিটি গঠন করার মাধ্যমে সংগঠনের আগামী দিনের কর্মকান্ডে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি 

কমিউনিটি এর আরও খবর

img

বৃটেনের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের আলিমি কোর্স ২০২৫ সালের সমাপনী অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত :  ১৮:১৪, ২৯ এপ্রিল ২০২৫

লন্ডনের কমিউনিটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন ইক্বরা ইন্সিটিটিউট থেকে সাফল্যের সাথে আলিমি কোর্স এর সেরেমনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । বৃটেনের বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি ইক্বরা ইন্সিটিটিউট থেকে আলিমি কোর্স সম্পন্ন করেছেন এসব শিক্ষার্থীরা। রোববার (২৭ এপ্রিল) এই উপলক্ষে লন্ডন মুসলিম সেন্টারে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বছর জুড়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী সেরা শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারলের সভাপতিত্বে, উস্তাদ তানজিম আবদুল্লাহ ও উস্তাদ উযায়ের  এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষক ও ট্রাস্টি মাওলানা এফ কে এম শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রাস্টি ইসলাম উদ্দিন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত ও ট্রাস্টি আলাউদ্দিন, উস্তাদ রেশ্মা শেখ, উস্তাদ সামিরা আবেদ, উস্তাদ সাবাহ সাঈদ, উস্তাদ নাজিফা হোসেন, উস্তাদ আসমা প্রমুখ।

সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ। শিক্ষার্থীরা অনুষ্ঠানে নাশিদ, কেরাত, আরবি ভাষায় কথা বলাসহ বেশ কয়েকটি প্রদশর্নীতে অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন তাদের অভিভাবকরা।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, সন্তানদের সুশিক্ষা প্রদান করা সকল অভিভাবকদের একান্ত দায়িত্ব। যে শিক্ষা সন্তানদের সুনাগরিক হতে সহায়তা করে সেই শিক্ষাই হচেছ প্রকৃত শিক্ষা। তিনি লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের শিক্ষার মান উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানটি একদিন লন্ডনে ইসলামিক শিক্ষার একটি আদর্শ প্রতিষ্টানে রূপ নেবে। তিনি আরো বলেন, লন্ডন ইক্বরা ইন্সিটিটিউট কম সময়ের ব্যবধানে শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে একটি জনপ্রিয় ও গ্রহনযোগ্য প্রতিষ্ঠান হিশেবে গড়ে উঠেছে। প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমানের অক্লান্ত পরিশ্রমে ফলে আজ প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে গেছে। সেই ধারাবাহিকতায় নর্থ লিংকনশায়ারের ওল্ডহাম এলাকায়ও প্রতিষ্ঠানটির আরেকটি শাখা প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সমাপনী বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান বলেন, লন্ডনে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একজন ভালো ও শিক্ষিত আদর্শ মা তৈরির জন্য বলিষ্ট ভূমিকা রাখছে ইক্বরা ইন্সিটিটিউট। কমিউনিটির জন্য যোগ্য নাগরিক তৈরীর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিলো লন্ডন ইক্বরা ইন্সিটিটিউট। একজন ভালো মুসলমানের পাশাপাশি সমাজের একজন ভালো সিটিজেন হিসেবে শিক্ষার্থীরা যাতে গড়ে উঠে সেদিকে সবচেয়ে বেশী নজর দেওয়া হচ্ছে। কমিউনিটির সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে প্রতিষ্ঠানটি আরো বেশী সেবা দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বদরুল শেখ, ফয়জুল ইসলাম, তাসনীম লতিফ, জামিলা যাহরা, নাজমিন খানম, সুজিনা খাতুন, সাদিয়া হোসেন, সায়না উদ্দিন, সামিয়া রুহানি ও মওদুদ আল বান্না, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, ফারুক আহমেদ, হিরা মিয় প্রমুখ।

অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে আলিমি সনদ প্রদান ও সম্মাননা উপহার সামগ্রী দেওয়া হয়।

- প্রেস বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর