img

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ০২:৩১, ০৯ এপ্রিল ২০২৪

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে গত ৫ ই এপ্রিল কার্ডিফের শাহজালাল মস্ক এন্ড ইসলামিক সেন্টারে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শাহজালাল মসজিদে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় দুই শতাধিক রোজাদার অংশ নেন।

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ারএসোসিয়েশন এর চেয়ারম্যান কমিউনিটি নেতা আব্দুল হান্নান শহীদুল্লাহ্ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের খতীব ও ঈমাম মাওলানা কাজি ফয়জুর রহমান। 

ইফতার মাহফিলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ট্রেজারার আলহাজ্ব শাহ মোহাম্মদ তসলিম আলী, শাহজালাল মসজিদের সাবেক ট্রাষ্টি আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর, সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান কুরেশি নিপু, বর্তমান প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মুহিম মুমিন, সেক্রেটারি দেওয়ান মাসকুর আহমেদ  চৌধুরী টুটুল, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে ওয়েলসের কনভেনার মুজিবুর রহমান, সদস্য সচিব রকিবুর রহমান, ডা: কামরুল ইসলাম, হাফিজ হাবিবুর রহমান ও কামরুল ইসলাম বাবু সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা সহ মুসলিম উম্মার সূখ শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। 

মসজিদের ব্যবস্থাপনা কমিটি ও তাঁদের স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত সহায়তার জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার  এসোসিয়েশন এর পক্ষ থেকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানানো হয়। — সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর

img

বৃটেনের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের আলিমি কোর্স ২০২৫ সালের সমাপনী অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত :  ১৮:১৪, ২৯ এপ্রিল ২০২৫

লন্ডনের কমিউনিটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন ইক্বরা ইন্সিটিটিউট থেকে সাফল্যের সাথে আলিমি কোর্স এর সেরেমনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । বৃটেনের বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি ইক্বরা ইন্সিটিটিউট থেকে আলিমি কোর্স সম্পন্ন করেছেন এসব শিক্ষার্থীরা। রোববার (২৭ এপ্রিল) এই উপলক্ষে লন্ডন মুসলিম সেন্টারে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বছর জুড়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী সেরা শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারলের সভাপতিত্বে, উস্তাদ তানজিম আবদুল্লাহ ও উস্তাদ উযায়ের  এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষক ও ট্রাস্টি মাওলানা এফ কে এম শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রাস্টি ইসলাম উদ্দিন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত ও ট্রাস্টি আলাউদ্দিন, উস্তাদ রেশ্মা শেখ, উস্তাদ সামিরা আবেদ, উস্তাদ সাবাহ সাঈদ, উস্তাদ নাজিফা হোসেন, উস্তাদ আসমা প্রমুখ।

সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ। শিক্ষার্থীরা অনুষ্ঠানে নাশিদ, কেরাত, আরবি ভাষায় কথা বলাসহ বেশ কয়েকটি প্রদশর্নীতে অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন তাদের অভিভাবকরা।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, সন্তানদের সুশিক্ষা প্রদান করা সকল অভিভাবকদের একান্ত দায়িত্ব। যে শিক্ষা সন্তানদের সুনাগরিক হতে সহায়তা করে সেই শিক্ষাই হচেছ প্রকৃত শিক্ষা। তিনি লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের শিক্ষার মান উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানটি একদিন লন্ডনে ইসলামিক শিক্ষার একটি আদর্শ প্রতিষ্টানে রূপ নেবে। তিনি আরো বলেন, লন্ডন ইক্বরা ইন্সিটিটিউট কম সময়ের ব্যবধানে শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে একটি জনপ্রিয় ও গ্রহনযোগ্য প্রতিষ্ঠান হিশেবে গড়ে উঠেছে। প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমানের অক্লান্ত পরিশ্রমে ফলে আজ প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে গেছে। সেই ধারাবাহিকতায় নর্থ লিংকনশায়ারের ওল্ডহাম এলাকায়ও প্রতিষ্ঠানটির আরেকটি শাখা প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সমাপনী বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান বলেন, লন্ডনে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একজন ভালো ও শিক্ষিত আদর্শ মা তৈরির জন্য বলিষ্ট ভূমিকা রাখছে ইক্বরা ইন্সিটিটিউট। কমিউনিটির জন্য যোগ্য নাগরিক তৈরীর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিলো লন্ডন ইক্বরা ইন্সিটিটিউট। একজন ভালো মুসলমানের পাশাপাশি সমাজের একজন ভালো সিটিজেন হিসেবে শিক্ষার্থীরা যাতে গড়ে উঠে সেদিকে সবচেয়ে বেশী নজর দেওয়া হচ্ছে। কমিউনিটির সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে প্রতিষ্ঠানটি আরো বেশী সেবা দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বদরুল শেখ, ফয়জুল ইসলাম, তাসনীম লতিফ, জামিলা যাহরা, নাজমিন খানম, সুজিনা খাতুন, সাদিয়া হোসেন, সায়না উদ্দিন, সামিয়া রুহানি ও মওদুদ আল বান্না, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, ফারুক আহমেদ, হিরা মিয় প্রমুখ।

অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে আলিমি সনদ প্রদান ও সম্মাননা উপহার সামগ্রী দেওয়া হয়।

- প্রেস বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর