img

ব্রিটেনে সন্তানের সামনে স্ত্রীকে খুন করা সেই বাংলাদেশি গ্রেফতার

প্রকাশিত :  ১২:০০, ১০ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:২০, ১০ এপ্রিল ২০২৪

ব্রিটেনে সন্তানের সামনে স্ত্রীকে খুন করা সেই বাংলাদেশি গ্রেফতার
ব্রিটেনের ব্রাড‌ফো‌র্ড শহরে সন্তানের সামনে স্ত্রী কুলসুমা আক্তার শিউলীকে হত্যার অভিযোগে বাংলাদেশি হা‌বিবুর রহমান মাসুমকে (২৫) গ্রেপ্তার করেছে ওয়েস্ট ইয়র্কশায়ার পু‌লিশ।
মঙ্গলবার (৯ এপ্রিল) পু‌লিশ তাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে।
স্ত্রী শিউল‌ী‌কে (২৭) প্রকাশ‌্য দিবা‌লো‌কে ছুরি দি‌য়ে কুপিয়ে হত‌্যার পর থে‌কে হাবিবুর রহমান পলাতক ছি‌লেন। তার গ্রা‌মের বাড়ি সি‌লে‌টের বিশ্বনাথ উপজেলায়।
যুক্তরা‌জ্যের ওল্ডহামে বসবাসরত নিহত শিউলীর ভাই‌ আক্তার হোসেন সোমবার অভিযোগ করেছেন, গত শ‌নিবার লন্ডন সময় বি‌কে‌লে তার বোনকে ছুরি দি‌য়ে নি‌জের ৫ মাস বয়সী শিশুপু‌ত্রের সাম‌নেই গুরুতর আঘাত ক‌রেন হা‌বিবুর রহমান মাসুম। প‌রে শিউলী মারা যান। এ ঘটনার পর থে‌কে মাসুম পলাতক ছি‌লেন।
পু‌লিশ ও নিহ‌তের পা‌রিবা‌রিক সুত্রে জানা গে‌ছে, মাসুম ও শিউলী দম্পতি দুই বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরা‌জ্যে আসেন। মাসুম আসেন স্টুডেন্ট ভিসায় আর স্ত্রী শিউলী আসেন মাসুমের ডিপেন্ডেন্ট হিসেবে। শুরু‌তে ওল্ডহাম এলাকায় থাক‌তেন এ দম্প‌তি। তা‌দের পা‌রিবারিক কলহ শুরু হ‌লে এক পর্যা‌য়ে তা পু‌লিশ পর্যন্ত গড়ায়। প‌রে পুলিশ শিউলী‌কে স্যোশাল সা‌র্ভিসের মাধ‌্যমে নি‌জে‌দের বসবাসস্থল থে‌কে স‌রি‌য়ে ব্রাড‌ফো‌র্ডে নিরাপ‌দে রাখার ব‌্যবস্থা ক‌রে। কিন্তু স্বামী মাসুম পুলি‌শের নি‌ষেধ না মে‌নে শিউলীর গ‌তি‌বি‌ধি নজরদারি শুরু ক‌রেন। ঘটনার দিন ইফতা‌রের আগে শিউলী তার শিশুপুত্রকে নি‌য়ে খাবার কিন‌তে বের হন। এ সময় আগে থে‌কে আগে থেকে অপেক্ষায় থাকা মাসুম শিউলী‌কে ধারা‌লো ছুরি দি‌য়ে আক্রমণ ক‌রেন। 

নিহত শিউলীর ভাই‌ আক্তার হোসেন জানিয়েছেন, শিউলীর ময়নাতদন্ত শে‌ষে মর‌দেহ পেলে জানাজা ও দাফ‌নের ব‌্যাপা‌রে ‌সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

কমিউনিটি এর আরও খবর

img

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত :  ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানার মধ্যে বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন ও শনিবার ভোর রাত ৩টায় আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।

অন্য আরেকজন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই মৃতদেহ দুটি দেশে প্রেরণের আশ্বাস দেন প্রথম সচিব শ্রম এএসএম  জাহিদুর রহমান।

প্রথম সচিব জাহিদুর রহমান আরও জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে।


কমিউনিটি এর আরও খবর