img

সহিংস অশ্লীল ছবি দেখছে ব্রিটেনের স্কুল ছাত্ররা!

প্রকাশিত :  ০৭:০২, ১৭ এপ্রিল ২০২৪

সহিংস অশ্লীল ছবি দেখছে ব্রিটেনের স্কুল ছাত্ররা!

যুক্তরাজ্যের স্কুলগুলোতে ছেলেরা তাদের মোবাইল ফোনে সহিংস অশ্লীল ছবি দেখার কারণে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে।

অনলাইনে ভালো সম্পর্ক যেমন হয়, তেমনি ঘৃণার সম্পর্ক হয় অনেকের। এতে অনেক ঝুঁকি আছে। তবে নিজেকে ঝুঁকিমুক্ত রাখার উপায় জানা নেই কোমলমতিদের।

ইন্টারনেটে যে সবকিছু খারাপ তেমনটা নয়। স্কুলের ৮১ শতাংশ শিক্ষার্থী মনে করে ইন্টারনেট তাদের পড়াশোনায় সহায়ক। ৬৬ শতাংশ জানিয়েছে, সোশাল মিডিয়ার কারণে তাঁরা বন্ধুদের সাথে আরও বেশী ঘনিষ্ঠ হতে পারছে। তবে ২৯ শতাংশ জানিয়েছে, কেউ না কেউ তাদের সাথে অনলাইনে অসভ্য আচরণ করেছে। শিক্ষকেরা এখন একটি ক্যাম্পেইনে যুক্ত হয়ে বলছেন, স্কুলের আঙ্গিনায় লিঙ্গবৈষম্যমূলক আচরন গ্রহণযোগ্য নয়।

বিবিসির প্রতিবেদককে শিক্ষকেরা জানিয়েছেন, তাঁরা নিত্যদিনের অভিজ্ঞতায় স্কুলে সচক্ষে কী হতে দেখছেন এবং কী শুনতে পাচ্ছেন। শিক্ষকেরা লিঙ্গবৈষম্যমূলক আচরণ দেখতে পান এবং শিক্ষার্থীদের মুখে অবমাননাকর ভাষা শুনতে পান। লীডসের কিছু অভিভাবক টিনেজারদের অনলাইনে বিচরণ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নতুন একটি আইন আসছে, যার আওতায় অনলাইনে বিভিন্ন কন্টেন্ট দেখা নিয়ে সর্বনিম্ন বয়স সীমা বেঁধে দেয়া হবে। আইন ভঙ্গ হলে কোম্পানিগুলোকে বড় অংকের জরিমানা করা হবে।


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

প্রকাশিত :  ১০:২৮, ২৭ এপ্রিল ২০২৫

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) এ তথ্য জানায় জিওটিভি নিউজ।

লন্ডন থেকে মুর্তজা আলী শাহ জানান, লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা হয়েছে। ভারতীয়দের হামলায় দূতাবাসের জানালার কাচ ভেঙে যায়। এ ছাড়া ভবনের সাদা দেয়াল এবং হাইকমিশন ভবনের ফলকে গেরুয়া রঙ ছিটিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দূতাবাসের কর্মকর্তারা।

এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করে। সে সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ।

এদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত এ হামলার পেছনে আন্তঃসীমান্ত সংযোগের অভিযোগ করেছে। এ ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে অন্তত ৭টি বড় পদক্ষেপ নিয়েছে। জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। এতে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দূতাবাসে হামলার ঘটনা দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দিল।

প্রসঙ্গত, পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম। পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা। সেনাপ্রধান অসিম মুনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে অসিম মুনির সেনা প্রস্তুতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছি। দেশের স্থিতিস্থাপকতা এবং শক্তি তার ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রোথিত।

তিনি বলেন, দ্বি-জাতি তত্ত্ব মুসলিম এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে নির্দেশ করে। যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে।

জেনারেল মুনির উল্লেখ করেন, পাকিস্তানের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসের দ্বারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। তিনি আশ্বস্ত করেন, পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ। দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে অটল সেনারা। পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম।


যুক্তরাজ্য এর আরও খবর