
সহিংস অশ্লীল ছবি দেখছে ব্রিটেনের স্কুল ছাত্ররা!

যুক্তরাজ্যের স্কুলগুলোতে ছেলেরা তাদের মোবাইল ফোনে সহিংস অশ্লীল ছবি দেখার কারণে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে।
অনলাইনে ভালো সম্পর্ক যেমন হয়, তেমনি ঘৃণার সম্পর্ক হয় অনেকের। এতে অনেক ঝুঁকি আছে। তবে নিজেকে ঝুঁকিমুক্ত রাখার উপায় জানা নেই কোমলমতিদের।
ইন্টারনেটে যে সবকিছু খারাপ তেমনটা নয়। স্কুলের ৮১ শতাংশ শিক্ষার্থী মনে করে ইন্টারনেট তাদের পড়াশোনায় সহায়ক। ৬৬ শতাংশ জানিয়েছে, সোশাল মিডিয়ার কারণে তাঁরা বন্ধুদের সাথে আরও বেশী ঘনিষ্ঠ হতে পারছে। তবে ২৯ শতাংশ জানিয়েছে, কেউ না কেউ তাদের সাথে অনলাইনে অসভ্য আচরণ করেছে। শিক্ষকেরা এখন একটি ক্যাম্পেইনে যুক্ত হয়ে বলছেন, স্কুলের আঙ্গিনায় লিঙ্গবৈষম্যমূলক আচরন গ্রহণযোগ্য নয়।
বিবিসির প্রতিবেদককে শিক্ষকেরা জানিয়েছেন, তাঁরা নিত্যদিনের অভিজ্ঞতায় স্কুলে সচক্ষে কী হতে দেখছেন এবং কী শুনতে পাচ্ছেন। শিক্ষকেরা লিঙ্গবৈষম্যমূলক আচরণ দেখতে পান এবং শিক্ষার্থীদের মুখে অবমাননাকর ভাষা শুনতে পান। লীডসের কিছু অভিভাবক টিনেজারদের অনলাইনে বিচরণ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
নতুন একটি আইন আসছে, যার আওতায় অনলাইনে বিভিন্ন কন্টেন্ট দেখা নিয়ে সর্বনিম্ন বয়স সীমা বেঁধে দেয়া হবে। আইন ভঙ্গ হলে কোম্পানিগুলোকে বড় অংকের জরিমানা করা হবে।