img

অভিমান ভুলে আবারও এক হচ্ছেন তাহসান-মিথিলা?

প্রকাশিত :  ০৬:১৩, ১৮ এপ্রিল ২০২৪

অভিমান ভুলে আবারও এক হচ্ছেন তাহসান-মিথিলা?

তারকা জুটি ছিল তাহসান-মিথিলা । দুই তারকাই নিজেদের কাজের জন্য জনপ্রিয় শোবিজ অঙ্গনে। দীর্ঘদিনের প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন জনপ্রিয় এই দুই তারকা। তারপর কেটে গেছে ১১ বছর। ভক্তরা তাদের সুখী পরিবার বলেও জানতো। কিন্তু ২০১৭ সালে ফেসবুকে বিবাহবিচ্ছেদের ঘোষণার পর থেকে আলাদা থাকছেন তাহসান-মিথিলা। তবে এবার জানা গেল, এই সাবেক দম্পতি নিজেদের একমাত্র মেয়ে আইরা তাহরিম খানকে নিয়ে একসঙ্গে নিউইয়র্কে ঘুরছেন।

এই দুই তারকার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায়, একমাত্র সন্তানসহ দুইজনই এখন নিউইয়র্কে রয়েছেন।  সেখানকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে থেকে তাহসান ও মিথিলা তাদের মেয়ের ছবি আপলোড করেছেন ইন্সটাগ্রামে।

তাহসানের আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে,  মেয়েকে ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর মিথিলা মেয়ের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার ছবি আপলোড করেছেন। দুই ছবিতেই আইরা তাহরিম খানকে একই পোশাকে দেখা গেছে । এছাড়া দুই জনই নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক সহ অন্য স্থান থেকে মেয়ের একাধিক ছবি আপলোড করেছেন। যা নিয়ে ভক্তরা কমেন্টে প্রশ্ন রেখেছেন আবারও এক হচ্ছেন কি দুইজন?

দীর্ঘদিন প্রেম করে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘরে এক কন্যা সন্তান আসে।

একসঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন। মূলত এসব কারণে বিয়ের পর তরুণদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেনতারা। 

সম্প্রতি  একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এই জুটি। সাত পর্বের এই ওয়েব সিরিজে দেখা যাবে তাদের। তবে এখনো এ নিয়ে  নির্মাতা, অভিনয়শিল্পী কেউই মুখ খোলেননি।


img

কারিশমা-অভিষেকের সম্পর্ক ভেঙেছিল সম্পত্তির জন্য

প্রকাশিত :  ১০:৫৮, ২০ জুন ২০২৫

সম্প্রতি মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। তার মৃত্যুর পর থেকে নতুন করে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে কারিশমার ব্যক্তিগত জীবন নিয়ে। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি।

সঞ্জয়কে বিয়ের আগে কারিশমার ব্যক্তিগত জীবন মানুষের আলোচনার কেন্দ্রে থাকত। সেই সময়ে, কারিশমা সম্পর্কে ছিলেন অভিষেক বচ্চনের সঙ্গে। দীর্ঘ পাঁচ বছরের প্রেম ছিল তাদের। বচ্চন ও কাপুর পরিবার সেই সময়ে পরস্পরের ঘনিষ্ঠ ছিল।

অভিষেকের বোন শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছে নন্দা পরিবারে। এই নন্দা পরিবার আবার কারিশমার মামার বাড়ির দিকের আত্মীয়। এই সূত্রে আরও কাছাকাছি এসেছিল কাপুর ও বচ্চন পরিবার। জয়া বচ্চন নিজেই এক অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, বচ্চন ও কাপুর এই দুই পরিবার আরও ঘনিষ্ঠ হতে চলেছে।

অভিষেকের সঙ্গে কারিশমার বিয়ের কথাও ঘোষণা করে দিয়েছিলেন তিনি। ধুমধাম করে বাগদান সেরেছিলেন কারিশমা-অভিষেক। কিন্তু এই সম্পর্ক টেকেনি। বিয়ের আগেই তাদের পথ আলাদা হয়। যদিও তাদের পক্ষ থেকে কিছু শোনা যায়নি।

তবে গুঞ্জন, কারিশমার মা ববিতা এই ভাঙনের জন্য দায়ী ছিলেন। যে অভিনেতা সদ্য অভিনয়ের সফর শুরু করেছেন, তার সঙ্গে কন্যার বিয়ে হোক, তা চাননি ববিতা। তিনি নাকি চেয়েছিলেন, বিয়ের আগেই অমিতাভের কিছু সম্পত্তি যেন অভিষেকের নামে করে দেওয়া হয়। এই প্রস্তাবে রাজি হয়নি বচ্চন পরিবার। অতঃপর বিচ্ছেদের পথে হাটেন তারা।