img

আইপিএলে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল

প্রকাশিত :  ১১:৫৫, ১৮ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:০২, ১৮ এপ্রিল ২০২৪

আইপিএলে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল

ভাগ্য সুপ্রসন্ন হলে আইপিএলের এবারের আসরে মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আরেক বোলার শরিফুল ইসলামকে দেখতে পেতেন। এবারের আসরে ডাক পেয়েছিলেন শরিফুল ইসলাম। তবে টুর্নামেন্ট খেলা হয়নি তার। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই পেসার।

গত এক বছর ধরে বল হাতে ধারাবাহিক পারফর্ম করছেন শরিফুল ইসলাম। বিপিএল, জাতীয় দল কিংবা ডিপিএলে বল হাতে নামের প্রতি সুবিচার করছেন এই টাইগার পেসার। 

আইপিএলে ডাক পাওয়ার বিষয়ে শরিফুল বলেন, ‘লখনউ থেকে মেসেজ দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল। কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি। যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো। যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে সেক্ষেত্রে চিন্তা করে এনওসিটা ওইভাবে চিন্তা করে দেওয়া হয়েছে।’ 

এই ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে ঠিকই বিশ্বের সেরা এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন বলে বিশ্বাস শরিফুলের। তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ ইচ্ছা তো আছে একদিন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে ইচ্ছাও আছে, হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।’   


img

কার্লোর চাকরি বাঁচিয়ে বড় জয় এনে দিলেন এনড্রিক

প্রকাশিত :  ০৬:৩০, ১৭ জানুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৩১, ১৭ জানুয়ারী ২০২৫

স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এরপরই লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তির চাকরির সুতোয় টান পড়ে। সংবাদ মাধ্যম দাবি করেছিল, কোপা দেল রে’র ফলাফলের ওপর নির্ভর করছে ইতালিয়ান কোচের ভাগ্য। 

ওই ভাগ্য পরীক্ষায় কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-০ গোলের লিড নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু মৌসুম জুড়ে ভোগানো রক্ষণের ভুলে শেষ দিকে জোড়া গোল খেয়ে ম্যাচ ২-২ সমতা হয়ে যায়। অতিরিক্ত সময়ে বদলি নামা তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিকে জোড়া গোল করে কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়ালকে ৫-২ গোলের বড় জয় এনে দিয়েছেন। 

বৃহস্পতিবার রাতের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩৭ মিনিটে এমবাপ্পের গোলে প্রথম লিড নেয় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস ৪৮ মিনিটে ব্যবধান ২-০ করেন। ৮৩ মিনিটে জোনাথন বাম্বা ও ৯১ মিনিটে পেনাল্টি থেকে মার্কো অ্যাসেনসিও গোল করে সেল্টা ভিগোকে ২-২ গোলের সমতা এনে দেন। 

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে এমবাপ্পের বদলি হয়ে ৭৯ মিনিটে মাঠে নামেন এনড্রিক। এরপরই দুই গোল খাওয়া রিয়ালকে তিনিই উদ্ধার করেন। ১০৮ মিনিটে এনড্রিকে দলকে লিডে ফেরান। ১১২ মিনিটে গোল আসে রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দের পা থেকে। শেষ বাঁশির এক মিনিট আগে এনড্রিকে রিয়ালের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন।