img

শ্রীমঙ্গলে বৈশাখী মেলায় সাংস্কৃতিক ও সংবাদকর্মীর উপর হামলা

প্রকাশিত :  ১২:৩৯, ১৮ এপ্রিল ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড়

শ্রীমঙ্গলে বৈশাখী মেলায় সাংস্কৃতিক ও সংবাদকর্মীর উপর হামলা

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলা  শ্রীমঙ্গলে উপজেলা শহরে অনুশীলন চক্র আয়োজিত  বৈশাখী মেলায় এক গণমাধ্যমকর্মী ও অপর এক সাংস্কৃতিক কর্মী ও নাট্য সংগঠক এর উপর একদল উশৃংখল যুবক অতর্কিত হামলা এবং বর্ষবরণ অনুষ্ঠানে ভাঙচুর যারা করার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে গত ১৬  মার্চ বিকেলে। ঘটনার সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সনাক , টিআইবি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু এ ঘটনা নিয়ে কোন তথ্যবহুল সংবাদ প্রকাশিত না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় বইছে।

সিলেটের খবর এর আরও খবর

img

নিজ ঘরে মিলল সিসিক কর্মচারীর লাশ

প্রকাশিত :  ২০:৫৭, ২৯ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ২১:০৫, ২৯ এপ্রিল ২০২৫

সিলেট মহানগরের কাজিটুলা এলাকা থেকে ফাহিম আহমদ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়া এলাকার ডি ২৯ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিহত ফাহিম সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী পানি শাখায় কাজ করে। সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানা ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


 

সিলেটের খবর এর আরও খবর