
শ্রীমঙ্গলে বৈশাখী মেলায় সাংস্কৃতিক ও সংবাদকর্মীর উপর হামলা
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড়

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গলে উপজেলা শহরে অনুশীলন চক্র আয়োজিত বৈশাখী মেলায় এক গণমাধ্যমকর্মী ও অপর এক সাংস্কৃতিক কর্মী ও নাট্য সংগঠক এর উপর একদল উশৃংখল যুবক অতর্কিত হামলা এবং বর্ষবরণ অনুষ্ঠানে ভাঙচুর যারা করার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে গত ১৬ মার্চ বিকেলে। ঘটনার সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সনাক , টিআইবি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু এ ঘটনা নিয়ে কোন তথ্যবহুল সংবাদ প্রকাশিত না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় বইছে।