img

১৬০০ মিটার দৌড়ালেন শান্ত-মুশফিকরা

প্রকাশিত :  ১২:৩৬, ২০ এপ্রিল ২০২৪

১৬০০ মিটার দৌড়ালেন শান্ত-মুশফিকরা

বিসিবির ন্যাশনাল পুলে থাকা ক্রিকেটারদের ফিটনেস টেস্ট আজ। নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে ফিটনেস পরীক্ষা দিলেন টাইগার ক্রিকেটাররা। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ১৬০০ মিটার দৌড়েছেন ক্রিকেটাররা। একটিতে সবার আগে লক্ষ্যে পৌঁছেছেন তানজিম হাসান সাকিব, অন্যটিতে নাহিদ রানা।

যেকোনো সিরিজের প্রস্তুতি সাধারণত মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে নিয়েছে ক্রিকেটাররা। তবে এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেওয়া হচ্ছে। ঘাসের মাঠের পরিবর্তে অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়েছেন ক্রিকেটাররা। 

ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে বলেন, ‘অ্যাথলেটিকস ট্র্যাক বেছে নেওয়ার পেছনে আসলে টাইমিংয়ের একটা বিষয় আছে। আমরা যদি আন্তর্জাতিকভাবে অনুসরণ করি তাহলে বেশ কিছু টেস্টিং মেথড আছে, আমরা আজ ১৬শ মিটার টাইম ট্রায়াল নিলাম। অ্যাথলেটিকস ট্র্যাকে যদি নেই, তাহলে প্রপার টাইমিংটা হয়। কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয়। এটা ওদের কাছে নতুন মনে হয়েছে। সব মিলিয়ে ভালো।’


img

তাইজুলের ৬ উইকেট, শুরুতেই শেষ জিম্বাবুয়ে

প্রকাশিত :  ০৭:২৯, ২৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। আজ সফরকারী দলকে কোনো রান করতে না দিয়েই উইকেট তুলে নেন তাইজুল।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে। 

আজ ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। 

জিম্বাবুয়ে ব্যাটারকে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচ বানান বাঁহাতি স্পিনার। প্রথম আউট দিতে না চাইলেও বাংলাদেশী ফিল্ডারদের কড়া আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার। অর্থাৎ প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট হলো জিম্বাবুয়ে। ৬০ রানে ৬ উইকেট নিয়ে ইনিংসটিকে স্মরণীয় করে রাখলেন তাইজুল।

মুজারাবানি ২ রান করেন। ১৮ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা। 

বাংলাদেশের তাইজুল ২৭ দশমিক ১ ওভার বোলিং করে ৬০ রানে ৬ উইকেট নেন। এছাড়া নাইম হাসান ২টি ও তানজিম হাসান ১টি উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর : 

জিম্বাবুয়ে : ২২৭/১০, ৯০.১ ওভার (উইলিয়ামস ৬৭, ওয়েলচ ৫৪, তাইজুল ৬/৬০)।

খেলাধূলা এর আরও খবর