
সাতসকালেই দুপুরের গরম!

চলমান হিট এলার্টের মধ্যে রোববার (২১ এপ্রিল) সাতসকালেই রাজধানীতে যেন দুপুরের দিকে যেমন তাপ অনুভব হয় তেমন তীব্রতা লক্ষ্য করা গেছে। দেশজুড়ে তীব্র গরমে ঘরে-বাইরে সবাই কাহিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের উত্তাপ বাড়ায় বেশি কষ্টে ভুগতে হচ্ছে মানুষজনকে।
বিশেষ করে ঘরের বাইরে বের হওয়া কর্মজীবী মানুষ সকালের দিকেই পড়েছেন গরমের কষ্টে। ঘেমে একাকার হয়ে গেছেন রিকশাচালক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ।
অনেকে গরমে কিছুটা স্বস্তি পেতে ছাতা মাথায় দিয়ে পথ চলছেন। নিম্ন আয়ের মানুষজনকে দেখা গেছে গামছা মুড়িয়ে কিংবা ক্যাপ মাথায় দিয়ে কাজ করতে।
এদিকে গরমের তীব্রতা বাড়ায় চাহিদা বেড়েছে পানি জাতীয় খাবারের। দোকানের জুস-লাচ্চির পাশাপাশি সড়কের পাশের ফুটপাতের আখের রস, বেল, লেবুর শরবতেরও চাহিদা বেড়েছে। এসবে ব্যবহার করা বরফেরও চাহিদা বাড়ছে। অবশ্য ব্যবহৃত বরফের মান নিয়ে প্রশ্ন রয়েছে।
সকাল সাড়ে আটটার দিকে বাহাদুর শাহ পার্কের পাশে লেবুর শরবত বিক্রেতা ফরিদুল বলেন, আগে ১০টার আগে দোকান খুলতাম না। কাস্টমার থাকত না। এখন সকালে যারা পার্কে হাঁটে তারাও শরবত খোঁজে। সকালে বরফ আনতে গিয়ে একরকম লাইন দিতে হয়েছে।
সাভার পরিবহনের যাত্রী শরিফুল ইসলাম গরমের তীব্রতার কথা তুলে ধরে বলেন, ভাই সাতসকালেই যে গরম লাগতেছে অন্য সময় ভরদুপুরেও এত গরম লাগে না। বাসের মধ্যে কথা বলার সময় এই যুবককে শার্ট ভিজে একাকার অবস্থায় দেখা যায়।
তাঁতী বাজার মোড়ে দেখা গেছে, সাতসকালে রাস্তা বেশ ফাঁকা। সাঁই সাঁই করে ছুটছে বিভিন্ন ধরণের যানবাহন। কিন্তু সকালের দিকে যাত্রী কম থাকায় রিকশাচালকরা সড়কের পাশে অপেক্ষা করছেন। কিন্তু গরমের তীব্রতায় এদের অনেকে ভবনের ছায়ায় অবস্থান করে যাত্রী খুঁজছেন। কেউ আবার রিকশার হুড তুলে সিটের ওপর বসে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন।
গুলিস্তান গোলাপশাহ মাজারের পাশে ফল বিক্রেতার দোকানে সকালেই লোকজনকে তৃপ্তি খুঁজে পেতে ভিড় করতে দেখা গেছে।
পল্টন মোড়ে কেটে ফল বিক্রি করা আরেকজনকে সাতসকালেই দেখা গেছে, আনারস-তরমুজ-পেঁপের পসরা সাজিয়ে বসেছেন। একে একে ফলগুলো কেটে প্লেটে সাজিয়ে রাখছেন। জানালেন, আগের চেয়ে অনেক বেশি বিক্রি হচ্ছে। বিশেষ করে আনারস ও তরমুজ বেশি বিক্রি হচ্ছে। তবে খোলা জায়গায় ফলগুলো কেটে রেখে বিক্রি করা এসব খাবার কতটা স্বাস্থ্যকর তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
এদিকে সারাদেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে- দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। তবে সারাদেশে হিট আল্যার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টি হওয়ার পূর্বাভাস মিলেছে।