img

আমি রাজকে রাজা বানাতে চাই : মন্দিরা

প্রকাশিত :  ০৭:১৫, ২১ এপ্রিল ২০২৪

আমি রাজকে রাজা বানাতে চাই : মন্দিরা

গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা কাজলরেখায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন শরিফুল রাজ ও ঢালিউডের অভিষিক্ত নায়িকা মন্দিরা চক্রবর্তী।

ছবিটি নিয়ে কথা বলতে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে মন্দিরা রাজকে। দুজনে কথা বলছেন, হাসছেন, খুনসুটি করছেন। এরকম এক পরিবেশে রাজকে নিজের রাজা বানাতে চাইলেন মন্দিরা।

এক প্রশ্নের জবাবে নায়িকা মন্দিরা বলেন, তখনকার সময় আমি অবশ্যই কোনো রানি থাকতাম। রানির ট্রিট পেতাম। তখন কোন রাজার সঙ্গে বিয়ে হতো, সেটা বলতে পারব না। অবশ্যই আমি রাজকেই বানাতাম; কারণ, আপাতত “কাজলরেখা”য় সে–ই আমার রাজা। তো আমি তাকেই বানাতাম।

মন্দিরা আরও বলেন, আমি সেলিম ভাইয়ের সঙ্গে একটা প্রজেক্ট করেছিলাম। তারপর কাজলরেখার সঙ্গে আমার মিল খুঁজে পেয়েছেন তিনি। সেলিম ভাইয়ের সবকিছুই ভালো, শুধু রেগে গেলে কেমন কেমন করেন। রাজ যখন প্রথম আমাকে দেখেছিল সেলিম ভাইয়ের অফিসে, তখন ভাইকে হঠাৎ করে রাজ বলে, আপনি তো রাশমিকাকে নিয়ে আসছেন। ও তো রাশমিকার মতো দেখতে। 

রাজ-মন্দিরা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, খায়রুল বাশার, রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের প্রমুখ। 

img

পৌনে ১ কেজি স্বর্ণ জব্দ, অভিনেত্রী যুথীসহ আটক ২

প্রকাশিত :  ০৯:১৪, ০৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, গলার চেইনসহ প্রায় পৌনে এক কেজি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। 

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন । 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে দুবাই থেকে আসার একটি বিমানে তল্লাশী চালিয়ে ওই দুই যাত্রীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। 

আটককৃত যাত্রীরা হলেন ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা যুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। 

পরে তাদের আইন শৃংখলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। 

জানা যায়, বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা যোগে তারা দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান। 

উদ্ধারকৃত স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।