তাপপ্রবাহ অব্যাহত

img

আরও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি

প্রকাশিত :  ০৬:১২, ২২ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:১৩, ২২ এপ্রিল ২০২৪

আরও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি

গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দেশ। চলমান তাপমাত্রায় দেশজুড়ে আরও তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২২ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি বাড়তে পারে।

এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়।

চুয়াডাঙ্গায় রোববার (২১ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন ঢাকায় সর্বোচ্চ ৩৮.২ এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ অবস্থায় আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সোমবার থেকে পরবর্তী ৩ দিন অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।    

এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) সারা দেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করা হয়েছিল।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া মঙ্গলবার (২৩ এপ্রিল) দিনের তাপমাত্রা ফের বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন বুধবার (২৪ এপ্রিল) দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

img

দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

প্রকাশিত :  ১৭:০৩, ২৯ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ২১:০৯, ২৯ এপ্রিল ২০২৫

চিকিৎসা শেষে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তার পরিবার থেকে সাহায্য চেয়ে কোনো চিঠি পেয়েছে কি না এবং এ ব্যাপারে মন্ত্রণালয় কী ধরনের সাহায্য করছে- এমন প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে খালেদা জিয়ার পরিবারের পাঠানো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। তিনি বলেন, ওটা নিয়ে কাজ চলছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি।

২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় কারাবন্দি হন খালেদা জিয়া। করোনা মহামারির সময় তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দেয় তৎকালীন সরকার। পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের এক আদেশে তিনি সম্পূর্ণ মুক্তি পান। একই সঙ্গে আদালত বাতিল করে দেন তার বিরুদ্ধে থাকা দুটি দুর্নীতির মামলার রায়।

চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। কারাবন্দি অবস্থায় তার চারটি ঈদ কেটেছে কারাগার ও হাসপাতালে। এবারের ঈদে পরিবারের সঙ্গে সময় কাটানো তার জন্য বিশেষ গুরুত্ব বহন করেছে।