img

শাহরুখের সিনেমার গান নিয়ে ভক্তের অভিযোগ, ৭ বছর পর রায়

প্রকাশিত :  ১০:১২, ২৩ এপ্রিল ২০২৪

শাহরুখের সিনেমার গান নিয়ে ভক্তের অভিযোগ, ৭ বছর পর রায়

শাহরুখ খান অভিনীত ফ্যান সিনেমাটি মুক্তি পায় ২০১৬ সালে । সিনেমাটি মুক্তির আগে প্রযোজক যশরাজ ফিল্মস ‘জাবরা ফ্যান’ গানটি প্রকাশ করে। কিন্তু মূল সিনেমায় রাখা হয়নি গানটি। যার কারণে হতাশ হয়েছিলেন আফরিন ফতিমা জায়দি নামের এক ভক্ত। সেটি নিয়ে জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বারস্থ হন তিনি। সোমবার (২২ এপ্রিল) ভারতের সুপ্রিম কোর্ট এ মামলায় রায় দিয়েছে।

আরফিনের অভিযোগ ছিল, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এমনকি, সিনেমাতে গানটি না থাকায় তিনি এবং তার সন্তানরা সিনেমাটি দেখার পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ২০১৭ সালে বিষয়টি নিয়ে জেলা স্তরে উপভোক্তা কমিশনে অভিযোগ করেন আরফিন। 

কিন্তু তার পর বিষয়টি রাজ্য স্তরে পৌঁছয়। পরে জাতীয় উপভোক্তা কমিশনের তরফে প্রযোজনা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়, আরফিনকে ১০ হাজার রুপি ক্ষতিপূরণ এবং আনুষঙ্গিক আইনি খরচ বাবদ আরও ৫ হাজার রুপি দেওয়ার জন্য।

পরে প্রযোজনা সংস্থার পক্ষে থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হয়। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়, সিনেমার প্রচারে তারা কখনোই উল্লেখ করেননি যে গানটি সিনেমায় রাখা হবে। সোমবার জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের রায় খারিজ করে আদেশ দেন বিচারপতি পিএস নরসিংহ ও অরবিন্দ কুমারের বেঞ্চ। 

‘ফ্যান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এক জন সুপারস্টার ও তার অনুরাগীর চরিত্রে দেখা গিয়েছিল বাদশাকে। নাকাশ আজিজের গাওয়া ‘জাবরা ফ্যান’ গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল। 


img

কারিশমা-অভিষেকের সম্পর্ক ভেঙেছিল সম্পত্তির জন্য

প্রকাশিত :  ১০:৫৮, ২০ জুন ২০২৫

সম্প্রতি মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। তার মৃত্যুর পর থেকে নতুন করে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে কারিশমার ব্যক্তিগত জীবন নিয়ে। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি।

সঞ্জয়কে বিয়ের আগে কারিশমার ব্যক্তিগত জীবন মানুষের আলোচনার কেন্দ্রে থাকত। সেই সময়ে, কারিশমা সম্পর্কে ছিলেন অভিষেক বচ্চনের সঙ্গে। দীর্ঘ পাঁচ বছরের প্রেম ছিল তাদের। বচ্চন ও কাপুর পরিবার সেই সময়ে পরস্পরের ঘনিষ্ঠ ছিল।

অভিষেকের বোন শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছে নন্দা পরিবারে। এই নন্দা পরিবার আবার কারিশমার মামার বাড়ির দিকের আত্মীয়। এই সূত্রে আরও কাছাকাছি এসেছিল কাপুর ও বচ্চন পরিবার। জয়া বচ্চন নিজেই এক অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, বচ্চন ও কাপুর এই দুই পরিবার আরও ঘনিষ্ঠ হতে চলেছে।

অভিষেকের সঙ্গে কারিশমার বিয়ের কথাও ঘোষণা করে দিয়েছিলেন তিনি। ধুমধাম করে বাগদান সেরেছিলেন কারিশমা-অভিষেক। কিন্তু এই সম্পর্ক টেকেনি। বিয়ের আগেই তাদের পথ আলাদা হয়। যদিও তাদের পক্ষ থেকে কিছু শোনা যায়নি।

তবে গুঞ্জন, কারিশমার মা ববিতা এই ভাঙনের জন্য দায়ী ছিলেন। যে অভিনেতা সদ্য অভিনয়ের সফর শুরু করেছেন, তার সঙ্গে কন্যার বিয়ে হোক, তা চাননি ববিতা। তিনি নাকি চেয়েছিলেন, বিয়ের আগেই অমিতাভের কিছু সম্পত্তি যেন অভিষেকের নামে করে দেওয়া হয়। এই প্রস্তাবে রাজি হয়নি বচ্চন পরিবার। অতঃপর বিচ্ছেদের পথে হাটেন তারা।