ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঢাবি ছাত্র নিহত

প্রকাশিত :  ২০:৪৬, ০৯ মে ২০১৯

ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঢাবি ছাত্র নিহত
 জনমত রিপোর্ট ।। নারকেল গাছ থেকে ডাব পাড়তে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরুণ বিশ্বাস নামে এক\r\n শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের \r\nশিক্ষার্থী বরুণ জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
\r\n
\r\nবৃহস্পতিবার (০৯ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল চত্বরে এ ঘটনা ঘটে। 
\r\n
\r\nপ্রত্যক্ষদর্শী বরুণের সহপাঠী সজিব কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, \r\nরাতে হল চত্বরের একটি নারকেল গাছে ডাব পাড়তে ওঠে বরুণ। কিন্তু অসাবধানতাবশত\r\n গাছ থেকে পড়ে যান। পরে তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) \r\nহাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
\r\n
\r\nআরেক সহপাঠী নিলয় কুমার বিশ্বাস জানান, এর আগে দিনের বেলায়ও বরুণ একবার \r\nনারকেল গাছে ওঠার চেষ্টা করে। পরে বড় ভাইদের বাধায় উঠতে পারেনি। আর এখন সে \r\nমৃত। ভাবতেই অবাক লাগছে।
\r\n
\r\nবিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী ঘটনাটি খুবই \r\nদুঃখজনক এবং মর্মান্তিক আখ্যা দিয়ে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের \r\nক্যাম্পাসে এ ধরণের কাজ না করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, এর \r\nআগেও আম গাছ থেকে পড়ে আমাদের শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। তবুও কেন \r\nশিক্ষার্থীরা সচেতন হচ্ছে না।

ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১০.০৭ শতাংশ

প্রকাশিত :  ১০:০৩, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ১০:১৩, ২৮ মার্চ ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ২৭৫ জন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার পর অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ ফলাফল প্রকাশ করেন।

গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের প্রায় ৮০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ২২৫টি। পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২ হাজার অংশগ্রহণ করেছেন। 

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪টি ইউনিটের ৫ হাজার ৯৬৫ আসনের জন্য মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭৯ হাজার ২টি। সে অনুযায়ী, আসন প্রতি পরীক্ষা দিয়েছেন প্রায় ৪৭ জন শিক্ষার্থী। 

ফলাফল যেভাবে দেখা যাবে 

কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন।

এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এর জন্য DU ALS , 'বিজ্ঞান ইউনিট'-এর জন্য DU SCI , 'ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর জন্য DU BUS এবং 'চারুকলা ইউনিট'-এর জন্য DU FRT টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফল জানা যাবে।

উল্লেখ্য, গত ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই ইউনিটে মাত্র ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী পাস করেন। পাসের হার ছিলো মাত্র ৯.৬৯ শতাংশ।