img

কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে লাশ উদ্ধার হওয়া যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল

প্রকাশিত :  ১০:১১, ০৪ জুন ২০২৪
সর্বশেষ আপডেট: ১০:১৩, ০৪ জুন ২০২৪

 কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে লাশ উদ্ধার হওয়া যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল

পাহাড়ি এলাকায় বন্য পশু শিকার করার পর যেভাবে চ্যাংদোলা করে বহন করা হয়, ঠিক সেভাবেই এক তরুণকে বহন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আরেক ভিডিওতে দুই হাত বেঁধে রড দিয়ে বেধড়ক পেটানোর দৃশ্য। অমানুষিক, পৈশাচিক জিঘাংসায় পশুর মতো মানুষ হত্যার এ ভিডিও সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী গ্রাম নারাইনপুরের বাসিন্দা নুরুজ্জামিনের (২৩)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুটো ভিডিও নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

৩ মিনিট ২২ সেকেন্ডের এমন একটি ভিডিও রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সুরমা ভয়েস নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ছড়িয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নির্যাতনের শিকার ওই তরুণে নাম নুরুজ্জামিন (২৩)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহল গ্রামের মৃত হানিফ আলীর ছেলে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভারত সীমান্ত এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুরের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিহত যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় কয়েকজন নারাইনপুর এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে তারা খালে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান। পরে বিজিবি ও পুলিশকে বিয়ষটি জানানো হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

নুর জামিন বিবাহিত। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করার কাজ করতেন।

তার স্ত্রী স্মৃতি বেগম বলেন, শনিবার রাতে পরিচিত কয়েকজন তার স্বামীকে ডেকে নিয়ে গিয়েছিলেন। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে কোনোভাবে ভারতে নিয়ে গিয়ে দুর্বৃত্তদের হাতে তুলে মেরে ফেলা হয়েছে বলে দাবি স্মৃতির।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে ভিডিও প্রসঙ্গে আলাপ করলে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ধারণ করা ভিডিওটি ভারতের অংশে। নিহত নুরুজ্জামিন হয়তো ভারতে চলে গিয়েছিলেন। সেখানে তাঁকে চোর সন্দেহে মারধর করা হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহত যুবকের শরীরের মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। লাশ উদ্ধারের পর রোববার ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় নিহত যুবকের মা বাদী হয়ে রোববার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে ওসি বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। ভিডিওর বিষয়টিও তদন্ত করা হচ্ছে।


সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চা দিতে দেরি করায় রেস্টুরেন্টকর্মীকে হত্যা

প্রকাশিত :  ১০:৫০, ১৩ জুলাই ২০২৫

চা দিতে দেরি করায় সিলেটে রেস্টুরেন্টের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রেস্টুরেন্টে চা দেয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে তাকে খুন করা হয় বলে জানা গেছে।

আজ রোববার (১৩ জুলাই) সকালে নগরের কাজির বাজার এলাকায় রুমন (২২) নামের ওই তরুণকে খুন করা হয়।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারের মাছ বাজারের পাশের একটি রেস্টুরেন্টে ঢুকেন। এসময় চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে রুমনের উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছ সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


সিলেটের খবর এর আরও খবর