img

কালো টাকা সাদা করার সুযোগ, যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৩:৫৬, ০৭ জুন ২০২৪
সর্বশেষ আপডেট: ১৮:০২, ০৭ জুন ২০২৪

কালো টাকা সাদা করার সুযোগ, যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

দেশে বিনিয়োগের লক্ষ্যে ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনতে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বাজেটে। কমানো হয়েছে অনেক নিত্য ও জরুরি প্রয়োজনীয় জিনিসের দামও। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সব সরকারের সময় কালো টাকা সাদা করার সুবিধা ছিলো।

শুক্রবার বিকেলে তেজগাঁও জেলা কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত ছয় দফা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

বিএনপি আমলে সবশেষ বাজেট ৬২ হাজার কোটি টাকার ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবার আওয়ামী লীগ বাজেট দিয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দিকে নজর দেওয়া হয়েছে। 

শেখ হাসিনা বলেন, আমরা সীমিতভাবে আগাতে চাই। যাতে মানুষের কষ্ট না হয়। সেভাবেই বাজেট দেওয়া হয়েছে।

বিশ্বের নানা সঙ্কটের ধাক্কা এখনও দেশের অর্থনীতিতে রয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, করোনার সময় রিজার্ভ কতো আছে তার দিকে না তাকিয়ে মানুষের নিত্য প্রয়োজন মেটানো ও জীবন বাঁচানোই ছিল সরকারের একমাত্র লক্ষ্য। 

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি মাথায় নিয়ে চলতে হবে। যাদের কোনো কিছু ভালো না লাগে তাদের ভালো না লাগাই থাক। তাতে কান দেওয়ার দরকার নাই। তাদের অস্বাভাবিক সরকার থাকলে ভালো লাগে। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগের সরকারের কিছু ভালো লাগে না। তাদের নাকি মূল্যায়ন করা হয় না। 

মানু্ষের আস্থা বিশ্বাস আমাদের শক্তি। সেটি নিয়েই আমরা চলতে চাই। মানুষের কল্যাণ করাই লক্ষ্য, যোগ করেন শেখ হাসিনা।

ছয় দফা নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ছয় দফাই ছিল স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র তথা অঙ্কুর। পাকিস্তানের বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। সেজন্যই তিনি ছয় দফা দিয়েছিলেন। এরপর তাকে বারবার গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, পাকিস্তান আমলে স্বয়ংসম্পূ্র্ণ হয়েও বঞ্চিত হয়েছিলো পূর্ব বাংলা। পাকিস্তানের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বঙ্গবন্ধু। বাংলার নামিদামি নেতারা শুধু ক্ষমতায় যেতে চাইতেন। ভাষা আন্দোলন, স্বাধীনতাসহ বাঙালির সব অর্জন বুকের রক্ত দিয়েই অর্জিত হয়েছে।

প্রধানমন্ত্রী  জানান, ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিলো ২০ দলীয় জোট। এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ দলীয় জোট।

তিনি বলেন, দেশের কিছু আঁতেল আছে যারা ’৭০ এর নির্বাচনে বলেছিলেন, ‘ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো’। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ভোটের বাক্সে লাথি মেরে নয়, ভোট দিয়েই বাংলাদেশ স্বাধীন করা হবে’।

বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছে তাদের মাথায় ছিলো শুধু ক্ষমতা দখল। আর চিন্তায় ছিলো পাকিস্তান। যা তাদের কর্মকাণ্ডে দেখা গেছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

বছরের শেষে মূল্যস্ফীতি কমবে: অর্থমন্ত্রীবছরের শেষে মূল্যস্ফীতি কমবে: অর্থমন্ত্রী

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান-এরশাদ-খালেদা ২৯ বছরে দেশের কোনো উন্নয়নই করতে পারেনি। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করেছি বলেই দেশ এগিয়ে যাচ্ছে। 

অর্থনীতি এর আরও খবর

img

ইরান-ইসরায়েল যুদ্ধ: বাংলাদেশের পুঁজিবাজারে প্রভাব কতটা? আতঙ্ক নয়, প্রয়োজন ঠান্ডা মাথায় মূল্যায়ন!

প্রকাশিত :  ১৯:০১, ১৬ জুন ২০২৫

বিশ্ব রাজনীতির টানাপোড়েনের মঞ্চ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এতদিন আড়ালে থাকলেও এখন তা প্রকাশ্য রূপ নিয়েছে। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে, যার অভিঘাত পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে এবং বিনিয়োগকারীদের মনে তৈরি করছে সংশয় ও অনিশ্চয়তা। তবে প্রশ্ন উঠছে—এই যুদ্ধ কি বাংলাদেশের শেয়ারবাজারে বড় কোনো ধাক্কা আনবে?

সরাসরি উত্তর—খুব একটা নয়। তবে ‘না’ বলেই নিশ্চিন্ত হয়ে বসে থাকা যাবে না। পরিস্থিতি বুঝে, বিচক্ষণতার সঙ্গে এগোনোই হবে সবচেয়ে যুক্তিসঙ্গত কাজ।

যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে, তবে বাংলাদেশের বাজারের বাস্তবতা ভিন্ন

বিশ্বের বড় অর্থনৈতিক কেন্দ্রগুলোতে যখন রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তখন তা বাজারে বড় প্রভাব ফেলে—বিশেষ করে অপরিশোধিত জ্বালানি, স্বর্ণ ও ডলারের ক্ষেত্রে। ইতোমধ্যে নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০ ডলার বেড়েছে। ভবিষ্যতে এ দাম আরও বাড়বে কি না, তা নির্ভর করছে যুদ্ধ কতদিন স্থায়ী হয় তার উপর।

কিন্তু বাংলাদেশের পুঁজিবাজার সেই ধাক্কা পায় অনেক দেরিতে এবং অনেকটাই মৃদু আকারে। কারণ পরিষ্কার—আমাদের শেয়ারবাজার এখনো প্রধানত স্থানীয় বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে। বিদেশি বিনিয়োগ মাত্র ৩ থেকে ৫ শতাংশ হওয়ায় বৈশ্বিক অস্থিরতার তাৎক্ষণিক প্রভাব এখানে তেমন পড়ে না।

বিনিয়োগকারীরা আতঙ্কিত নন, বরং সচেতনভাবে অপেক্ষমাণ

যুদ্ধের খবরের পর ইউরোপ, আমেরিকা এমনকি কিছু এশীয় বাজারেও ব্যাপকভাবে শেয়ার বিক্রি করা হয়েছে। তবে বাংলাদেশে তেমন পরিস্থিতি দেখা যায়নি। বরং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিগত কয়েকদিন ধরে একটি স্থিতিশীল এবং খানিকটা ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে।

ডিএসই-এর একজন অভিজ্ঞ ব্রোকার হাউজের কর্ণধার বলেন, “এখন আমাদের বিনিয়োগকারীরা অনেক পরিণত। আগের মতো আর গুজব শুনেই হুড়োহুড়ি শুরু করেন না। এখন তারা পরিস্থিতি দেখে, বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিচ্ছেন।”

তেলের দাম বাড়লে তার ছায়া পড়বে অর্থনীতিতে, শেয়ারবাজারেও

বাংলাদেশ প্রায় পুরোপুরি জ্বালানি তেলের আমদানির উপর নির্ভরশীল। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং তেলের দাম যদি ১০০ ডলার ছাড়িয়ে যায়, তাহলে সরকারকে হয় বড় অঙ্কের ভর্তুকি দিতে হবে, নয়তো জনগণের উপর সেই বাড়তি মূল্য চাপিয়ে দিতে হবে। দুই ক্ষেত্রেই অর্থনীতিতে চাপ বাড়বে।

এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে, পরিবহন খরচ ও কৃষি উৎপাদনের খরচও বেড়ে যাবে। সবকিছুরই প্রভাব পড়বে উৎপাদন খরচে, কমবে কোম্পানির মুনাফা, এবং একপর্যায়ে শেয়ারবাজারে তা প্রতিফলিত হবে।

তবে এর সবটাই নির্ভর করবে সরকারের বাজেট প্রস্তুতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের ওপর।

ব্যাংক ও বিমা খাত: বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়

যুদ্ধ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত খাতের দিকে ঝোঁকেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংক ও বিমা খাত এখনও তুলনামূলকভাবে নিরাপদ মনে করা হয়। বিশেষ করে যেসব ব্যাংক নিয়মিত লভ্যাংশ দেয় এবং আয় নির্ভরযোগ্য, সেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে।

সম্প্রতি ব্যাংক খাতে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে—খেলাপি ঋণ কমেছে, ডিজিটাল ব্যাংকিংয়ের অগ্রগতি হয়েছে, এবং গ্রাহকের আস্থা কিছুটা ফিরে এসেছে। বিমা খাতেও একই প্রবণতা দেখা যাচ্ছে, বিশেষ করে জীবন বিমা কোম্পানিগুলোতে।

স্বর্ণ ও নিরাপদ সম্পদে ঝোঁক বাড়লেও বাংলাদেশের সুযোগ সীমিত

আন্তর্জাতিক অস্থিরতার সময়ে স্বর্ণের প্রতি ঝোঁক বাড়ে, কারণ এটি ঐতিহ্যগতভাবে ‘সেফ হ্যাভেন’ হিসেবে পরিচিত। তবে বাংলাদেশের পুঁজিবাজারে সরাসরি স্বর্ণে বিনিয়োগের সুযোগ সীমিত। ফলে কিছু বিনিয়োগকারী বিকল্প পন্থায় মূল্য সংরক্ষণের চেষ্টা করলেও, সেটি বাজারে বড় কোনো প্রভাব ফেলবে না।

যদি বাংলাদেশ ব্যাংক যথাযথভাবে রিজার্ভ ব্যবস্থাপনা করে এবং মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে পারে, তবে টাকাও একটি স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য মুদ্রা হিসেবে বিবেচিত হতে পারে।

ডলার সংকট ও বৈদেশিক বাণিজ্যের ঝুঁকি

যুদ্ধের প্রভাবে যদি ডলারের মূল্য বিশ্ববাজারে বেড়ে যায়, তাহলে আমদানি খরচ বাড়বে। এর প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে শিল্প উৎপাদন পর্যন্ত। এতে মুদ্রাস্ফীতির চাপ বাড়বে এবং কিছু উৎপাদনমুখী কোম্পানির আয় হ্রাস পেতে পারে, যা শেয়ারের দামে নেতিবাচক প্রতিফলন ঘটাবে।

তবে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ডলার সরবরাহে সক্রিয় হয়েছে এবং বাজারে ভারসাম্য আনার চেষ্টা করছে, যা বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে সহায়ক।

সার্বিক মূল্যায়ন: যুদ্ধের প্রভাব সীমিত, তবে সচেতনতা জরুরি

সব দিক বিবেচনায় বলা যায়, বর্তমানে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বাংলাদেশের শেয়ারবাজারে তাৎক্ষণিক কোনো বড় ধরনের নেতিবাচক ধাক্কার আশঙ্কা নেই। কারণগুলো হলো:

বিদেশি বিনিয়োগের হার কম,

বাজার অধিকাংশই স্থানীয়ভাবে নিয়ন্ত্রিত,

অভ্যন্তরীণ অর্থনৈতিক ভিত্তি এখনও তুলনামূলকভাবে স্থিতিশীল।

তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে, এবং বিশ্ববাজারে জ্বালানি ও মুদ্রার অস্থিরতা বাড়লে, তার কিছু পরোক্ষ প্রভাব বাংলাদেশেও দেখা যেতে পারে। তখন কোম্পানির খরচ বাড়বে, মুনাফা কমবে এবং বাজারে কিছুটা নেতিবাচক সাড়া দেখা দিতে পারে।

বিনিয়োগকারীদের জন্য পরামর্শ: আবেগ নয়, বিশ্লেষণই হোক সিদ্ধান্তের ভিত্তি

এই মুহূর্তে বিনিয়োগকারীদের উচিত আতঙ্কিত না হয়ে তথ্য-ভিত্তিক বিশ্লেষণের উপর ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা। শক্ত ভিত্তির কোম্পানিতে, যেগুলো নিয়মিত লভ্যাংশ দেয় এবং যাদের ব্যালান্স শিট সুদৃঢ়, তাতে বিনিয়োগ ধরে রাখা বুদ্ধিমানের কাজ।

বিশ্ব রাজনীতি কারো হাতের মুঠোয় নেই। কিন্তু নিজের বিনিয়োগ পরিকল্পনা, অর্থনৈতিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ মূল্যায়নের ভিত্তিতে সচেতন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বাংলাদেশের শেয়ারবাজার এখন আগের তুলনায় অনেক বেশি সহনশীল, পরিণত এবং বিনিয়োগবান্ধব।

তাই যুদ্ধের শব্দে বিচলিত না হয়ে, বাস্তবতার নিরিখে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ করাই হোক সবার লক্ষ্য।


লেখক: রেজুয়ান আহম্মেদ
প্রকাশকাল: ১৬ জুন ২০২৫