ব্রিটেনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র ‘ঢাকাদক্ষিণ হাউস’ প্রজেক্টের যাত্রা শুরু
গত ২১ মে মঙ্গলবার ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের প্রথম ঘর ‘ঢাকাদক্ষিণ হাউস‘ এর চাবি এবং প্রয়োজনীয় নথিপত্র গ্রহণ করে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে। ঐ দিন দুপুর ১টায় নর্থ ইংল্যান্ডের স্টোক-অন-ট্রেন্ট এর হেনলি এলাকায় উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বাড়িটি আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন।
লন্ডন থেকে আনুমানিক ১৩০ মাইল দূরত্বে অবস্থিত স্টোক-অন-ট্রেন্ট শহর। এখানে গত এপ্রিল মাসে সম্পূর্ণ নগদ বাংলাদেশী মুদ্রায় আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকায় একটি ফ্রিহোল্ড বাড়ি কিনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে। সংস্থার সদস্যদের সহযোগিতায় ক্রয়কৃত এই বাড়ির ভাড়া বাবদ যে অর্থ সংগ্রহ হবে তা দিয়ে ঢাকাদক্ষিণ এলাকায় আর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে। ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের প্রেসিডেন্ট মোঃ নুর উদ্দিন (শানুর মিয়া ) জেনারেল সেক্রেটারি ইয়ামীম রুহুল হোসেন দিদার এবং ট্রেজারার মোহাম্মদ শামীম আহমদ উন্নয়ন সংস্থার সকল সদস্য এবং হাউজিং প্রজেক্টে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যত ঐক্যবদ্ধ ভাবে সংস্থার সকল কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ জানান।
ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য একটি ইউনিয়ন। এ ইউনিয়নের প্রচুর নাগরিক ব্রিটেনে বসবাস করছেন। ঢাকাদক্ষিণ এলাকার আর্থ সামাজিক উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে, যাহা বৃটিশ রেজিস্টার্ড চ্যারিটি সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে এলাকার উন্নয়ন সংস্থাটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, গোলাপগঞ্জের ধারাবহরে গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য ১৫০ শতক ভূমি দান, ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু করা। এর ফলে কলেজটি সরকারি কলেজ হিসাবে উন্নীত লাভ করে। ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল এর প্রধান ফটক নির্মাণ ইত্যাদি। এছাড়াও প্রতিষ্ঠাকাল থেকে এই সংগঠন ঢাকাদক্ষিণ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট ইত্যাদির সংস্কার ও উন্নয়নে তাঁদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে চলেছেন। ব্যক্তিগত পর্যায়েও অনেক অসুস্থ ব্যক্তি, দুস্থ ও গৃহহীন ব্যক্তিরাও ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের অনুদানে উপকৃত হয়েছেন।