img

এন্দ্রিকের শেষ মুহূর্তের গোলে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের জয়

প্রকাশিত :  ০৫:০৫, ০৯ জুন ২০২৪
সর্বশেষ আপডেট: ০৫:০৬, ০৯ জুন ২০২৪

এন্দ্রিকের শেষ মুহূর্তের গোলে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের জয়

আর কদিন পরেই মাঠে গড়াতে চলেছে কোপা আমেরিকা। মহাদেশীয় এ টুর্নামেন্টের এবারের আসরে মাঠে নামার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ব্রাজিলের। তাঁর একটিতে আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে প্রীতি ম্যাচটিতে তার আগপর্যন্ত ২–২ গোলে সমতা ছিল। এন্ড্রিকের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ল সেলেসাওরা।

মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচে প্রথমেই দুই গোলে এগিয়ে গিয়েছিল সেলেসাওরা, তবে পরে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় মেক্সিকো।কিন্তু নির্ধারি সময়ের পর যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করেন এন্দ্রিক, তাঁর এই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে দরিভাল জুনিয়রের দল।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে আজ নিজেদের বেঞ্চের শক্তি বাজিয়ে দেখেছেন কোচ দরিভাল। শুরুর একাদশে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া এবং লুকাস পাকেতারা। তবে দলের সেরা তারকারা না থাকলেও দুর্দান্ত খেলেছেন এন্দ্রিকরা। ম্যাচের ৫ মিনিটের মাথায়উই প্রথম গোলের দেখা পায় ব্রাজিল।

শুরুতেই সাভিওর বাড়িয়ে দেয়া বলে প্রতিপক্ষের তিন ফুটবলারের বাঁধা মাড়িয়ে দুর্দান্ত এক শটে দলকে লিড এনে দেন আন্দ্রেস পেরেইরা। এদিকে শুরুতেই এগিয়ে গেলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়েছে সেলেসাওরা। দরিভালের শিষ্যদের সঙ্গে পাল্লা দিয়েই লড়েছে মক্সিকোর ফুটবলাররা। আক্রমণেও দলটি ছিল এগিয়ে।

এদিকে প্রথমার্ধের পর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের দেখা পায় ব্রাহিল। সেলেসাওদের হয়ে এবার লক্ষ্যভেদ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ৫৪ মিনিটে তাঁর করা গোলেই ব্যবিধান দ্বিগুণ করে ব্রাজিল। এদিকে ২ গোল হজম করলেও সমতায় ফিরতে মরিয়া হয়েই লড়েছে মেক্সিকো।

সেই সুবাদেই ম্যাচের ৭১ মিনিটে এক গোল শোধ করে দলটি। ৭১ মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলে স্কোরলাইন ২-১ করে দলটি। এরপর নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়ে খেলা যখন অতিরিক্ত সময়ে তখন মেক্সিকোকে সমতায় ফেরান মার্তিনেজ আয়ালা। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে ব্রাজিল। বদলি হিসেবে নামা ভিনিসিয়ুস-এন্দ্রিক জুটির দুর্দান্ত রসায়নেই শেষ মুহূর্তে জয়সূচক গোল পেয়েছে সেলেসাওরা। ভিনিসিয়ুসের বাড়িয়ে দেয়া বলে মাথা ছুইয়ে দলকে জয় এনে দেন এন্দ্রিক।  

img

অবশেষে জয়ের দেখা পেল ব্রাজিল

প্রকাশিত :  ০৬:৩৮, ০৭ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৪১, ০৭ সেপ্টেম্বর ২০২৪

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে অবশেষে ৩ ম্যাচের পরাজয়ের বৃত্ত থেকে বের হল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগোর ৩০ মিনিটের একটি দূরপাল্লার শট ব্রাজিলের জন্য বাছাইপর্বে তৃতীয় জয় নিয়ে আসে। 

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে ঘরের মাঠে ইকুয়েডরকে হারিয়েছে ব্রাজিল। 

ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি-কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল।

তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৩০তম মিনিটে জালের দেখা পান রদ্রিগো। লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে জালের দেখা পায় বল।

প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পেয়েছিল ইকুয়েডর। এ যাত্রায় ব্রাজিলকে রক্ষা করেছেন গোলকিপার আলিসন। কেইসেদোর জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন আলিসন, আর ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। তাতে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম‍্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ম‍্যাচের যোগ করা সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেয়েছিল ইকুয়েডর। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তাতে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেছে সেলেসাওরা। এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে।

৭ ম‍্যাচে ৩ জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। সমান ম‍্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল ইকুয়েডর। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা।