img

ডি-ডে অনুষ্ঠান ত্যাগ করে ক্ষমা চাইতে বাধ্য হলেন ঋষি সুনাক

প্রকাশিত :  ১২:৩৪, ১০ জুন ২০২৪

ডি-ডে অনুষ্ঠান ত্যাগ করে ক্ষমা চাইতে বাধ্য হলেন ঋষি সুনাক

ফ্রান্সে আয়োজিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডির উপকূলে মিত্র বাহিনীর ডি-ডে অবতরণের ৮০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আগেভাগেই ছেড়ে চলে যাওয়ায় সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে ওমাহা সৈকতের লড়াইয়ে নিহতদের স্মরণে ফ্রান্সে কয়েকটি দেশের নেতাদের উপস্থিতিতে ডি-ডে বার্ষিকী অনুষ্ঠান আয়োজন করা হয় বৃহস্পতিবার (৬ জুন)। 

কয়েকটি খবরে বলা হয়েছে, বিশ্ব নেতারা ওমাহায় সমবেত হওয়ার আগেই সুনাক অনুষ্ঠান ছেড়ে লন্ডনে চলে যান একটি টিভি সাক্ষাৎকার দেওয়ার জন্য। আইটিভি’র সেই সাক্ষৎকার সম্প্রচার হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে।

অনুষ্ঠান ছেড়ে নির্ধারিত সময়ের আগেই চলে যাওয়ায় সুনাক তার বিরোধীদের এমনকী মিত্রদেরও সমালোচনার মুখে পড়েন। এরপরই সুনাক তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ফ্রান্সে তার আরও বেশি সময় না থাকাটা ভুল হয়েছে।

সুনাক চলে যাওয়াতে অনুষ্ঠানে উপস্থিত বিশ্ব নেতাদের অফিসিয়াল ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁকে ছবি তুলতে হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে।

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী সুনাক আগাম নির্বাচন ডেকেছেন। এই সময়ে তার নির্বাচনী প্রচারের কেন্দ্রে রয়েছে এই ডি-ডে উদযাপন। সুনাক ফ্রান্সে গিয়ে অনুষ্ঠানে যোগও দিয়েছেন। কিন্তু অন্যান্য সব দায়িত্ব তিনি দিয়ে এসেছেন ক্যামেরনসহ অন্যান্য মন্ত্রীদের ওপর। 

বিরোধীদল লেবার পার্টি একে প্রধানমন্ত্রী হিসাবে সুনাকে কর্তব্যে অবহেলা আখ্যা দিয়েছে। ওদিকে, স্কটিশ অর্থমন্ত্রী বলেছেন, সুনাকের ডি-ডে অনুষ্ঠান আগেভাগে ত্যাগ করাটা প্রবীণ সেনাদের জন্য \'অসম্মানজনক\'। মধ্যপন্থি লিবারেল ডেমোক্র্যাটরা বলেছে, সুনাক তাদেরকে পরিত্যাগ করেছেন যারা নরম্যান্ডিতে রক্তক্ষয়ী লড়াই লড়েছিল।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক চান খালেদা জিয়া

প্রকাশিত :  ২০:২৫, ০৪ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:০৩, ০৫ সেপ্টেম্বর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

আজ  বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষৎ করতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান ব্রিটিশ হাইকমিশনার। এ সময় তিনি বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

সে সময় তাদের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সাক্ষাৎ অনুষ্ঠান হয়। সাক্ষাতে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার কথা বলেছেন খালেদা জিয়া। 

এ সময় ফিরোজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিকী এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এছাড়া উপস্থিত ছিলেন  বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার।

যুক্তরাজ্য এর আরও খবর