img

ব্রিটেনে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নতুন সেন্টারের উদ্বোধন

প্রকাশিত :  ১৬:১৩, ১১ জুন ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:২১, ১২ জুন ২০২৪

ব্রিটেনে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নতুন সেন্টারের উদ্বোধন

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে  আজ অবধি কার্ডিফ কমিউনিটির উন্নয়নে ও, মানবতার কল্যাণে  নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে চলছে। 

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কমিউনিটির  সবস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে  দোয়া ও  মিলাদ মাহফিলের মাধ্যমে গত সোমবার ১০ ই জুন  বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টার এর নতুন বিল্ডিংয়ের এর শুভ উদ্বোধন  ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও  সংগঠনের সাধারণ সম্পাদক কমিউনিটি সংগঠক আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কেন্দ্রীয় কমিটির কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক  মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সুনামগঞ্জ এসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান, প্রবীণ কমিউনিটি ব্যাক্তিত্ব সিরাজ আলী, বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি হারুন তালুকদার, ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব  লিয়াকত আলী, নিউপোর্ট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলসের কনভেনার মুজিবুর রহমান,  সদস্য সচিব রকিবুর রহমান, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এর ডিরেক্টর শফিক মিয়া, নজির উদ্দিন, মাহমুদ হোসেইন ও মাহমুদ মিয়া চৌধুরী, সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন। 

উদ্ভোধনের মাধ্যমে  ওয়েলফয়ার সেন্টার কমিউনিটির জন্য উম্মুক্ত করে দেয়া হলো, কমিউনিটির  প্রয়োজনে সেন্টার সবাই  ব্যাবহার করতে পারবেন বলে উল্লেখ করে  ওয়েলফেয়ার এর পক্ষ থেকে জনসাধারণের জন্য ইমিগ্রেশন, হাউজিং, কনসূলার, ও হেলথকেয়ারসহ নানা  প্রয়োজনীয় সার্ভিস প্রদান করা হবে বলে সংগঠন এর ট্রাষ্টি ও পরিচালকবৃন্দ  জানিয়েছেন। 

মিলাদ পরিচালনা করেন আনজুমানে আল ইসলাম ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ ও  জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির এবং কারী শাহ মোহাম্মদ তসলিম।

পরিশেষে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান, উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল মসজিদ কমিটির  প্রাক্তন ট্রাষ্টি  প্রবীণ কমিউনিটি ব্যাক্তিত আব্দুল আহাদ চৌধুরী, কার্ডিফ শহীদ মিনার কমিটির ফাউন্ডার্স প্রেসিডেন্ট আনোয়ার আলী, কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষক ড. দেওয়ান আব্দুল লতিফ, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর, মাওলানা খায়রুল ইসলাম, সাংবাদিক কারী মোজাম্মেল আলী, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব  আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক দেওয়ান টুটুল চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলসের  জয়েন্ট কনভেনার জিমি খান, সাউথ ওয়েলসের অর্থ সচিব এবি রুনেল, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ফাউন্ডার্স ট্রাষ্টি আব্দুর রুউফ তালুকদার, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ইকবাল আহমেদ, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, আনজুমানে আল ইসলাহ ওয়েলসে সেক্রেটারি আনসার মিয়া, আহাদ মিয়া, ইয়াওর আলী,  দিলওয়ার চৌধুরী, তৈমুছ আলী, সুন্দর মিয়া,শহিদুল ইসলাম, মোহাম্মদ ফয়ছল মনসুর,সাংবাদিক আতিকুল ইসলাম, ময়না মিয়া, হাজী আব্দুল হামিদ, জিলু মিয়া, বিলাত মিয়া,  ইকবাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

পরিশেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সংসদ সদস্যরা

প্রকাশিত :  ০৭:০২, ০৯ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:১৮, ০৯ ডিসেম্বর ২০২৪

ব্রিটেনের রাজধানী লন্ডনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশের দর্শকসারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সেখানে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে।

সমাবেশের দর্শকসারিতে যাঁদের বসে থাকতে দেখা গেছে, তাঁদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশ হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ছিলেন। শফিকুর রহমান চৌধুরী সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য। হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য।

জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন কবির বিন আনোয়ার। গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান। চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি ভারতে অবস্থান করছেন।

সরকার পতনের পর আওয়ামী লীগের বেশির ভাগ মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয়। এর মধ্যে গতকাল লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে দেখা গেল। দেশে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


কমিউনিটি এর আরও খবর