img

লন্ডনে মৌলভীবাজার পতনউষারের দুই প্রবীণ শিক্ষককে কমলগঞ্জ সমিতি ইউকের সংবর্ধনা

প্রকাশিত :  ১৮:৩০, ১১ জুন ২০২৪

লন্ডনে মৌলভীবাজার পতনউষারের দুই প্রবীণ শিক্ষককে কমলগঞ্জ সমিতি ইউকের সংবর্ধনা

যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক আব্দুল করিম মনির মাষ্টার ও শিক্ষক আকমল খানের সম্মানে কমলগঞ্জ সমিতি ইউকের আয়োজনে এক সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সম্বর্ধনা ও মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ ফখর উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে  এবং সংগঠণের যুগ্ম সম্পাদক কামরুল আই রাসেল, খলিলুর রহমান রুকন ও ফখর উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে এম আবুতাহের চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন সাবেক সিভিক মেয়র সেলিম উল্লাহ।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রখ্যাত কন্ঠ শিল্পী মনির খান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, লেখক শাহীন রশিদ, হাফিজ এমডি জিলু খান, মাওলানা আব্দুল কুদ্দুছ, আহমদ ফখর কামাল, মইনুল ইসলাম খান, নাছির উদ্দিন, ডাঃ মাহমুদুর রহমান মান্না, ডাঃ গিয়াস উদ্দিন আহমদ, ব্যাংকার সৈয়দ সুহেল আহমদ, আঙ্গুর আলী, এম এ সালাম, সুহেল আহমদ প্রমুখ। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাজবির চৌধুরী শিমুল, মাহমুদ হোসেন তুহিন, ইন্জিনিয়ার আবু বকর সিদ্দিক তুহীন, মিসেস জেসমিন ফেরদৌসি, বাবু রতন কর, শওকত খান ,আঙ্গুর আলী, খন্দকার আব্দুল করিম নিপু , জিয়াউল হক জিয়া, রুহেল আরিফিন, কাদিরুল ইসলাম চৌধুরী, শাখাওয়াত ফরাজি, মো জামাল আলী, ফজির আলী নাদিম, আলাউর রহমান খান শাহীন, আব্দুল মোতালিব লিটন প্রমুখ।

সভায় বক্তারা সংবর্ধিত দুইজন গুণী শিক্ষকদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুল ধরে তাদের ভুয়শী প্রশংসা করেন ।

সংবর্ধিত অতিথি  শিক্ষক মনির মাষ্টার বলেন, বিলেত এসে তাঁর ভুল ধারনার অবসান হয়েছে ।প্রবাসী বাংলাদেশীদের সামাজিকতা ,ভদ্রতা ,আন্তরিকতা ও ভালবাসা দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

শিক্ষক আকমল খান সবাইকে ধন্যবাদ জানান  এবং প্রবাসী বাংলাদেশীদের দেশ প্রেম ও আর্থ সামাজিক উন্নয়নের প্রশংসা করে শমসেরনগর হাসপাতাল প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ।

শিল্পী মনির খান বলেন, একজন শিক্ষকের কোন মৃত্যু নেই। তারা মানুষ গড়ার কারিগর। কর্মের মাধ্যমেই তারা অবিস্মরণীয় হয়ে থাকবেন।

সাবেক মেয়র সেলিম উল্লাহ তাঁর বক্তৃতায় বলেন -আমাদের সন্তানদের বাংলা ভাষা ও সাংস্কৃতির সাথে পরিচয় করে দিতে হবে। 

প্রধান অতিথি কে এম আবুতাহের চৌধুরী তাঁর বক্তব্যে কমলগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে  সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি ১৯৭৮ সালে বর্নবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আব্দুল নুর ,বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিন ও সিলেটের বিশিষ্ট সাংবাদিক ও কবি নাজমুল ইসলাম মকবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেন।

সভাপতি অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান ও সম্বরধিত দুইজন শিক্ষকের দীর্ঘায়ু কামনা করেন।

কমিউনিটি এর আরও খবর

img

বিসিএ বার্ষিক এ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর সেন্ট্রাল লন্ডনে

প্রকাশিত :  ১২:১২, ০৭ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:১৮, ০৭ সেপ্টেম্বর ২০২৪

মতিয়ার চৌধুরী, লন্ডনঃ ব্রিটেনে ১৯৬০সালে প্রতিষ্ঠিত ব্রটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) তাদের বার্ষিক অ্যাওয়ার্ড সিরিমনি‘র তারিখ ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে ৫সেপ্টেম্বর লন্ডন সময় দুপুর এক ঘটিকায় সেন্ট্রাল লন্ডনের পাঁচ তারকা মিলিনিয়াম গ্লোস্টার হোটেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট  অলি খান এমবিই ও সেক্রোরী জেনারেল মিঠু চৌধুরী জানান, চলতি মাস থেকে তারা প্রতিযোগিতার মাধ্যমে যুক্তরাজ্যের সেরা রেষ্টুরেন্ট ও সেরা শেফ খুঁজে বের করার উদ্দ্যোগ গ্রহণ করেছেন।

সংবাদ সম্মেলনে বিসিএ নেতৃবৃন্দ  জানান, আগামী ২৮ অক্টোবর লন্ডনের বিখ্যাত একটি হোটেলে বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৪ এর অনুষ্ঠানে সকল শাখার বিজয়ীদের নাম ঘোষণা ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে এবং  বর্ণাঢ্য এই এওয়ার্ড সিরিমনিতে উপস্থিত থাকবেন বৃটেনের এমপি, লর্ডসভার সদস্য সহ উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা ।

বৈশ্বিক অর্থনীতি ও নানাবিদ পরিবর্তনের এই সময়ে বিসিএ  বৃটেনের কারি ইন্ডাস্ট্রির বিস্তীর্ণ ভবিষ্যৎ চিন্তাকে গুরুত্ব দিয়ে বিশেষ করে মহিলা ও তরুণ শেফদের  জন্য একটি উত্তরাধিকারী যোগ্যস্থান নিশ্চিত করতে চায় । এই লক্ষ্যকে সামনে রেখে কারি ইন্ডাস্ট্রি তরুণ প্রতিভাবানদের উৎসাহ ও তাদের কর্মের স্বীকৃতি দেওয়ার জন্য বিসিএ এই প্রথমবারের মতো চালু করেছে ইউকে দ্য বেস্ট ইয়াং কারী শেফ এওয়ার্ড।

বিসিএ প্রেসিডেন্ট অলি খান এমবিই বলেন,আমরা বিশ্বাস করি এটি হবে অত্যন্ত ইতিবাচক, এবং চমকপ্রদ, যা কারী ইন্ডাস্ট্রির জন্য একটি উজ্জ্বল বার্তা বহন করবে। বিসিএ  প্রেসিডেন্ট অলি খান এমবিই  তার  বক্তব্যের  শুরুতে নতুন  ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্যার কেয়ার স্টারমারকে স্বাগত জানিয়ে  তিনি বলেন , ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিসিএ একটি অলাভজনক প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের প্রায় ১২০০০ রেষ্টুরেন্ট ও  টেকওয়ে এর প্রতিনিধিত্বশীল এই প্রতিষ্ঠানটি বৃটেনের বাংলাদেশি রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের সুনির্দিষ্ট দাবি-দাওয়া সমস্যা ও সম্ভাবনার দিকগুলো সরকারের উচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে তুলে ধরেছে । তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন তার এবং  তাদের সংগঠনের এই মহতী কার্যক্রম সব সময় চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী বলেন, এই কারী ইন্ড্রস্ট্রি থেকে ব্রিটিশ বাংলাদেশীরা ৪ বিলিয়ন পাউন্ড ব্রিটিশ অর্থ নীতিতে যোগান দিচ্ছে। সমগ্র ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশী মালিকানাধীন ১২ হাজার রেষ্টেুরেন্টে  ৫০হাজাররেরও বেশী  মানুষের কর্মসংস্থান হয়েছে। এর উপর নির্ভরশীল ৫লক্ষ পরিবার। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিসিএ এর  সাবেক প্রেসেডেন্ট ইঞ্জিনিয়ার কামাল ইয়াকুব, টেজারার আতিক রহমান, ও পঞ্চরদের পক্ষ থেকে কিং ফিসার ও কোবরা বিয়ার, শেফ অনলাইন  প্রতিনিধি। 



কমিউনিটি এর আরও খবর