img

কুয়েতে শ্রমিক আবাসনে অগুন, নিহত বেড়ে ৪১

প্রকাশিত :  ০৯:২৬, ১২ জুন ২০২৪
সর্বশেষ আপডেট: ১৬:২৬, ১২ জুন ২০২৪

কুয়েতে শ্রমিক আবাসনে অগুন, নিহত বেড়ে ৪১

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে একটি শ্রমিক ভবনে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। দমকলকর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে স্থানীয় সময় বুধবার (১২ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি নিহতের সংখ্যা সম্পর্কে জানান।

এদিকে যে ভবনে আগুন লেখেছে সেটি শ্রমিক ও গৃহকর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত হত বলে জানিয়েছেন মেজর জেনারেল ঈদে রাশেদ হামাদ। তিনি জানান, দুর্ঘটনার সময় সেখানে বহু শ্রমিক অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের পর ভবন থেকে অনেককে উদ্ধার করা হয়েছে। তবে আগুন ও ধোঁয়ায় অনেকে প্রাণ হারিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। 

কুয়েতে বর্তমানে বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

img

হামাসের সক্ষমতা নিয়ে এবার যে স্বীকারোক্তি দিল ইসরাইল

প্রকাশিত :  ১১:৫১, ১৮ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট: ১১:৫৩, ১৮ জুলাই ২০২৪

অবরুদ্ধ গাজায় গত ৯ মাসে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার পরেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা এখনো তেল আবিব এবং জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম বলে স্বীকারোক্তি দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে দখলদার ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এ স্বীকারোক্তি দেয়।

তাদের দাবি, গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের সময় ৬ জন ব্রিগেড কমান্ডার, ২০ জন ব্যাটালিয়ন কমান্ডার এবং ১৫০ জন কোম্পানি কমান্ডারসহ হামাসের প্রায় ১৪ হাজার যোদ্ধা হতাহত ও আটক হয়েছেন। তা সত্ত্বেও হামাস এখনো তেল আবিব ও জেরুজালেম শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে সক্ষম।

গত ৯ মাসে তারা হামাসের ৩৭ হাজার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে উল্লেখ করে ইসরাইলি বাহিনী আরও জানিয়েছে, তবে হামাসের অর্ধেকেরও বেশি যোদ্ধা এখনো বেঁচে আছেন। 

এছাড়া হামাসের অপর তিনটি ব্রিগেডের বিরুদ্ধে এখনও ইসরাইল যুদ্ধই শুরু করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইসরাইলি বাহিনীর বক্তব্য অনুযায়ী, হামাসের সঙ্গে যুদ্ধে তাদের ৬৮২ জন সেনা নিহত এবং ৯ হাজারের বেশি আহত হয়েছে। আহতদের প্রায় ৩৬ ভাগই মানসিক সমস্যায় ভুগছেন। সূত্র: ইরনা