img

নিউইয়র্কে বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ’র সাধারণ সভায় নতুন কমিটি গঠিত

প্রকাশিত :  ১১:০৭, ১৩ জুন ২০২৪
সর্বশেষ আপডেট: ১১:০৯, ১৩ জুন ২০২৪

নিউইয়র্কে বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ’র সাধারণ সভায় নতুন কমিটি গঠিত

নিউইয়র্কে বাংলাদেশীদের নতুন সংগঠন বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র কমিটি গঠিত হয়েছে। গত ৯ জুন রোববার সন্ধ্যায় কুইন্সের জয়া পার্টি হলে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। নয়া কমিটির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী (দুলাল) এবং সাধারণ সম্পাদক আহমেদ হুসেন মকছুদ নির্বাচিত হয়েছেন।

বিপুল সংখ্যক বাহুবল প্রবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সংগঠনের নতুন কমিটির নাম ঘোষণা করেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান সফিক উদ্দিন চৌধুরী। এসময় গঠনতন্ত্র প্রণয়ন কমিটির অন্যান্য সদস্যসহ বাহুবলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২০২৪-২০২৫ সালের জন্য নয়া কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী (দুলাল), সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস আকঞ্জী, সহ-সভাপতি এনাম চৌধুরী, সাধারণ সম্পাদক আহমেদ হুসেন মকছুদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জুবেদ আহমেদ, কোষাধ্যক্ষ শাহ মোহিত, সাংগঠনিক সম্পাদক জামাল আকঞ্জী, প্রচার সম্পাদক মো. বশির মিয়া, দপ্তর সম্পাদক মো. নাসিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুনায়েদ ইসলাম, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক কৌশীষ দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক রুনু বেগম এবং কার্যকরী সদস্য শাহ মো. আব্দাল, দেওয়ান মোতাচ্ছির মনজু, এম আহমেদ ফয়সল, প্রফেসর আব্দুল মালেক চৌধুরী, ব্যারিস্টার মিজানুর রহমান, লিপি বেগম, আজহার চৌধুরী ও মো. শাহীন মিয়া।

ফয়সল আহমদ ও আহমেদ হুসেন মকছুদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সফিক উদ্দিন চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, শাহ মো. আব্দাল, এনাম চৌধুরী, দেওয়ান মোতাচ্ছির মনজু, কাওসার আহমেদ, আমিরুল ইসলাম খান, ব্যারিস্টার মিজানুর রহমান, মোহাম্মদ নাসিম, বশির

মিয়া প্রমুখ।

নবনির্বাচিত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আহমেদ হোসেন মকছুদ নতুন ইমিগ্র্যান্ডদের সহায়তাসহ প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের উপযোগি কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্রক্ত করেন।

বক্তারা নতুন কমিটির সব কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এ সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

সংগঠন সূত্র জানায়, সম্প্রতি বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ ইনক নামে এ নতুন সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ৯ জুনের সাধারণ সভায় গঠন করা হল নয়া কমিটি।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সংসদ সদস্যরা

প্রকাশিত :  ০৭:০২, ০৯ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:১৮, ০৯ ডিসেম্বর ২০২৪

ব্রিটেনের রাজধানী লন্ডনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশের দর্শকসারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সেখানে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে।

সমাবেশের দর্শকসারিতে যাঁদের বসে থাকতে দেখা গেছে, তাঁদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশ হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ছিলেন। শফিকুর রহমান চৌধুরী সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য। হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য।

জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন কবির বিন আনোয়ার। গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান। চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি ভারতে অবস্থান করছেন।

সরকার পতনের পর আওয়ামী লীগের বেশির ভাগ মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয়। এর মধ্যে গতকাল লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে দেখা গেল। দেশে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


কমিউনিটি এর আরও খবর