img

রোমহর্ষক অপরাধের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী পবিত্র গৌরা

প্রকাশিত :  ১৩:১৮, ১৩ জুন ২০২৪
সর্বশেষ আপডেট: ১৩:৩৪, ১৩ জুন ২০২৪

রোমহর্ষক অপরাধের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী পবিত্র গৌরা

ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থমকে গেল চাঞ্চল্যকর এক খুনের ঘটনায়। গত বুধবার (১২ জুন) বেঙ্গালুরুতে এক ব্যক্তিকে খুনের অভিযোগে আটক করা হয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদিপাকে। এবার একই অভিযোগে তার প্রেমিকা পবিত্র গৌরাকেও গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি রেনুকা স্বামী নামে চিত্রদুর্গায় বসবাসকারী এক ব্যক্তির লাশ বেঙ্গালুরুর সুমানাহাল্লি ব্রিজের ড্রেন থেকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র এনডিটিভিকে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শনের প্রেমিকা পবিত্রর বিভিন্ন পোস্টের নিচে উসকানিমূলক মন্তব্য করতেন রেনুকা। সেখানে দর্শনের স্ত্রীর সঙ্গে অভিনেতার সম্পর্কে চিড় ধরার পেছনে পবিত্রকে দায়ী করতেন তিনি। আর এতে ক্ষুদ্ধ হয়েই রেনুকাকে দর্শন খুন করেন বলে ধারণা করা হচ্ছে।

বলে রাখা ভালো, মডেল-অভিনেত্রী পবিত্র গৌরা চলতি বছরের শুরুর দিকে প্রথম আলোচনায় আসেন। ইনস্টাগ্রামে দর্শনের সঙ্গে ছবি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের সম্পর্কের ১০ বছর’। সে পোস্ট দর্শনের ভক্ততের বিস্মিত করে, কারণ এই অভিনেতা যে তখন বিজয়া লক্ষ্মী নামের এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ, সেটাও প্রায় ২০ বছর ধরে।

রেনুকা স্বামীকে খুনের অভিযোগে দর্শনের সঙ্গে আটক পবিত্র ২০১৬ সাল থেকে কন্নড় সিনেমায় কাজ করছেন। ‘৫৪৩২১’ নামের সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনজগতেও তার সমান বিচরণ, রেড কার্পেট স্টুডিও নামের একটি বুটিক রয়েছে তার।

রেনুকাকে খুনের অভিযোগে দর্শন এবং পবিত্রসহ ১৩ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

img

অস্কার প্রতিযোগিতায় ইমন চক্রবর্তীর গান ‘ইতি মা’

প্রকাশিত :  ০৬:৩৬, ০৫ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৪১, ০৫ ডিসেম্বর ২০২৪

ইমন চক্রবর্তী পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী। লোকগান, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক গানসহ সব ধরনের গানেই পারদর্শী তিনি।  বিশেষ করে ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি দিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এবার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন হিসেবে অস্কারের মঞ্চে ইমনের গান।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে যাচাই-বাছাই চলছে। সারাবিশ্ব থেকে বেছে নেওয়া হয়েছে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীত। সেই তালিকায় রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ নামের একটি গান। যা শোনা গিয়েছিল নির্মাতা ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ চলচ্চিত্রে।

এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।

সুখবরটি জানতে পেরে ভারতীয় গণমাধ্যমকে এই গায়িকা বলেন, ‘তিনি সকাল ১১টা নাগাদ এই খবর প্রথম পান। তখন তিনি একটি রিয়ালিটি শোয়ের সেটে, শুটিংয়ে ব্যস্ত। আমি এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক।

অস্কারের তালিকায় নিজের গান, খবরটি পেয়েই প্রথম সে কথা ইমন প্রথম জানিয়েছেন ‘সারেগামাপা’র সেটের বন্ধু, সহ-বিচারকদের। তারপর তিনি তা জানালেন স্বামী নীলাঞ্জনকে।

ক্যারিয়ারে ইতিমধ্যে সাফল্য ও পুরস্কার ঘরে তুলেছেন ইমন। তবে কি এবার অস্কারের পালা? এ প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’