img

ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৭:২৮, ১৩ জুন ২০২৪

ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

ফজলুল হক, লন্ডনঃ ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের নতুন কমিটির অভিষেক, পরিচিতি সভা গত ১০ জুন পূর্ব লন্ডনের রিজেন্টস লেইক বেংকিউটিং হলে অনুষ্ঠিত হয়। 

এই অনুষ্ঠানে সংগঠনের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় এবং কমিউনিটিতে বিশেষ অবদান রাখা গুনি ব্যক্তিদের সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক এডুকেশন ট্রাস্টের সভাপতি আখতার হোসেন। সাধারণ সম্পাদক এমদাদ তালুকদার ও কোষাধ্যক্ষ রশীদ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন জাকির মাহমুদ।

সংগঠনের ২০২৪—২০২৬ সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,  বেথনাল গ্রিণ এন্ড বো আসনের সদ্য সাবেক এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ, বেথনাল গ্রিন এন্ড স্টেপনি আসন থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এমপি রবিনা খান এবং স্বতন্ত্র এমপি প্রার্থী আজমল মাশরুর, ব্রিটিশ কেটারিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট ওলি খান এমবিই, বিসিএ এর সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, বিসিএ এর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার ও সাবেক প্রসিডেন্ট এম এ মুনিম ও,বি,ই, সাবেক কাউন্সিলের হেলাল আব্বাস, কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার আব্দাল উল্লাহ, কাউন্সিলার ফারুক আহমেদ, কাউন্সিলার লিলু আহমেদ তালুকদার, কাউন্সিলার লুতফা বেগম,  কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার আসমা বেগম, কাউন্সিলার রেবেকা সুলতানা, বার্মিহামের সাবেক কাউন্সিলার নজরুল ইসলাম, ছাতক সমিতি, বার্মিংহাম এর সাধারণ সম্পাদক জুনায়েদুর রহমান জুনেদ।


ছাতক এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলতাফুর রহমান মোজাহিদ, উপদেষ্টা ফজল উদ্দিন, নুরুল ইসলাম এম.বি.ই, আশিকুর রহমান আশিক, রফিক হায়দার ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আরমান আলী, সহ সভাপতি শাকুর আলী ও তাজ উদ্দিন। 

কমিউনিটি এর আরও খবর

img

মাওলানা শুয়াইব আহমদের লন্ডন প্রত্যাবর্তন, ইউকে জমিয়ত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

প্রকাশিত :  ১১:৩০, ১১ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ১২:১৬, ১১ জুলাই ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ডঃ মাওলানা শুয়াইব আহমদ বাংলাদেশের দীর্ঘ দিনের সফর শেষে লন্ডন প্রত্যাবর্তন করেছেন। এ উপলক্ষে  গত ৮ জুলাই মঙ্গলবার বিকেলে ইষ্ট লন্ডনের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে মাওলানা শুয়াইব আহমদের সাথে ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ প্রমুখ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় নেতৃবৃন্দ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। মাওলানা শুয়াইব আহমদ দেশ ও জাতির বর্তমান সন্ধিক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সম্ভাব্য প্রার্থী: ড. মাওলানা শুয়াইব আহমদ, যুগ্ম মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, সম্ভাব্য প্রার্থী: সুনামগঞ্জ-২???? হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, ইউকে জমিয়ত, সম্ভাব্য প্রার্থী: সুনামগঞ্জ-৩???? হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, ইউকে জমিয়ত, সম্ভাব্য প্রার্থী: সিলেট-২????।





কমিউনিটি এর আরও খবর