img

ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৭:২৮, ১৩ জুন ২০২৪

ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

ফজলুল হক, লন্ডনঃ ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের নতুন কমিটির অভিষেক, পরিচিতি সভা গত ১০ জুন পূর্ব লন্ডনের রিজেন্টস লেইক বেংকিউটিং হলে অনুষ্ঠিত হয়। 

এই অনুষ্ঠানে সংগঠনের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় এবং কমিউনিটিতে বিশেষ অবদান রাখা গুনি ব্যক্তিদের সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক এডুকেশন ট্রাস্টের সভাপতি আখতার হোসেন। সাধারণ সম্পাদক এমদাদ তালুকদার ও কোষাধ্যক্ষ রশীদ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন জাকির মাহমুদ।

সংগঠনের ২০২৪—২০২৬ সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,  বেথনাল গ্রিণ এন্ড বো আসনের সদ্য সাবেক এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ, বেথনাল গ্রিন এন্ড স্টেপনি আসন থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এমপি রবিনা খান এবং স্বতন্ত্র এমপি প্রার্থী আজমল মাশরুর, ব্রিটিশ কেটারিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট ওলি খান এমবিই, বিসিএ এর সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, বিসিএ এর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার ও সাবেক প্রসিডেন্ট এম এ মুনিম ও,বি,ই, সাবেক কাউন্সিলের হেলাল আব্বাস, কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার আব্দাল উল্লাহ, কাউন্সিলার ফারুক আহমেদ, কাউন্সিলার লিলু আহমেদ তালুকদার, কাউন্সিলার লুতফা বেগম,  কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার আসমা বেগম, কাউন্সিলার রেবেকা সুলতানা, বার্মিহামের সাবেক কাউন্সিলার নজরুল ইসলাম, ছাতক সমিতি, বার্মিংহাম এর সাধারণ সম্পাদক জুনায়েদুর রহমান জুনেদ।


ছাতক এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলতাফুর রহমান মোজাহিদ, উপদেষ্টা ফজল উদ্দিন, নুরুল ইসলাম এম.বি.ই, আশিকুর রহমান আশিক, রফিক হায়দার ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আরমান আলী, সহ সভাপতি শাকুর আলী ও তাজ উদ্দিন। 

কমিউনিটি এর আরও খবর

img

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (এআইটি) এর চিল্ড্রেন কম্পিটিশন সম্পন্ন

প্রকাশিত :  ১৪:৫১, ০১ নভেম্বর ২০২৪

ব্রিটেনের সর্বদলীয় উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম- এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (এআইটি) এর চিল্ড্রেন কম্পিটিশন সম্পন্ন হয়েছে। গত ৩০ অক্টোবর ২০২৪ইং বুধবার পূর্ব লন্ডনের ফোর্ড স্কোয়ার মসজিদে এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে’র উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও আঁড়ম্বরপূর্ণ পরিবেশে সূরা ও কুরআন শরীফ তিলাওয়াত এবং নামাযের সংশ্লিষ্ট দোয়া তাসবিহ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে স্হানীয় মসজিদ, ইভিনিং মাদ্রাসা ও মক্তব থেকে তিন শতাদিক ছাত্র - ছাত্রী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শুরুর পূর্বে সংগঠনের সভাপতি মাওলানা ছালেহ আহমদ ভূইয়া উপস্থিত সকল ছাত্র ছাত্রী এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে যে সকল বিচারকমন্ডলীদের ঐকান্তিক সহযোগিতা জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীকে মেডেল প্রদান করা হয়।

উল্লেখ্য যে, প্রতিযোগিতায় যারা সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করবেন তাদের ফলাফল অচিরেই প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

পরিশেষে প্রতিযোগিতার সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ও সহযোগিতায় ইসি মেম্বারগণের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।



কমিউনিটি এর আরও খবর