img

ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৭:২৮, ১৩ জুন ২০২৪

ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

ফজলুল হক, লন্ডনঃ ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের নতুন কমিটির অভিষেক, পরিচিতি সভা গত ১০ জুন পূর্ব লন্ডনের রিজেন্টস লেইক বেংকিউটিং হলে অনুষ্ঠিত হয়। 

এই অনুষ্ঠানে সংগঠনের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় এবং কমিউনিটিতে বিশেষ অবদান রাখা গুনি ব্যক্তিদের সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক এডুকেশন ট্রাস্টের সভাপতি আখতার হোসেন। সাধারণ সম্পাদক এমদাদ তালুকদার ও কোষাধ্যক্ষ রশীদ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন জাকির মাহমুদ।

সংগঠনের ২০২৪—২০২৬ সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,  বেথনাল গ্রিণ এন্ড বো আসনের সদ্য সাবেক এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ, বেথনাল গ্রিন এন্ড স্টেপনি আসন থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এমপি রবিনা খান এবং স্বতন্ত্র এমপি প্রার্থী আজমল মাশরুর, ব্রিটিশ কেটারিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট ওলি খান এমবিই, বিসিএ এর সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, বিসিএ এর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার ও সাবেক প্রসিডেন্ট এম এ মুনিম ও,বি,ই, সাবেক কাউন্সিলের হেলাল আব্বাস, কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার আব্দাল উল্লাহ, কাউন্সিলার ফারুক আহমেদ, কাউন্সিলার লিলু আহমেদ তালুকদার, কাউন্সিলার লুতফা বেগম,  কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার আসমা বেগম, কাউন্সিলার রেবেকা সুলতানা, বার্মিহামের সাবেক কাউন্সিলার নজরুল ইসলাম, ছাতক সমিতি, বার্মিংহাম এর সাধারণ সম্পাদক জুনায়েদুর রহমান জুনেদ।


ছাতক এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলতাফুর রহমান মোজাহিদ, উপদেষ্টা ফজল উদ্দিন, নুরুল ইসলাম এম.বি.ই, আশিকুর রহমান আশিক, রফিক হায়দার ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আরমান আলী, সহ সভাপতি শাকুর আলী ও তাজ উদ্দিন। 

কমিউনিটি এর আরও খবর

img

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত :  ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানার মধ্যে বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন ও শনিবার ভোর রাত ৩টায় আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।

অন্য আরেকজন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই মৃতদেহ দুটি দেশে প্রেরণের আশ্বাস দেন প্রথম সচিব শ্রম এএসএম  জাহিদুর রহমান।

প্রথম সচিব জাহিদুর রহমান আরও জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে।


কমিউনিটি এর আরও খবর