img

বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড়, বাসের জন্য দীর্ঘ অপেক্ষা

প্রকাশিত :  ১২:১০, ১৪ জুন ২০২৪

বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড়, বাসের জন্য দীর্ঘ অপেক্ষা

ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। ফলে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে যাত্রীর তুলনায় বাসে সংকট রয়েছে। বিশেষ করে ঢাকা থেকে হবিগঞ্জ ও সিলেটের অন্যান্য এলাকাগামী বাসের কাউন্টারগুলোর সামনে যাত্রীদের দীর্ঘ অপেক্ষারত অবস্থায় থাকতে দেখা যায়।

কাউন্টার সংশ্লিষ্টরা জানান, যানজটের কারণে ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলো ফিরতে দেরী হচ্ছে। বাস না আসায় আগাম টিকিট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। বাস আসলেই দ্রুত ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরে সরজমিনে রাজধানীর মহাখালী টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা যায়।

সিলেটের বিয়ানীবাজারগামী বাসের অপেক্ষারত শাকিল আহমেদ বলেন, বাস সকাল ১১টায় ছাড়ার কথা ছিল। সে অনুযায়ী সাড়ে দশটার দিকে এসে বসে আছি। তবে গাড়ি না থাকায় এখনও ছাড়তে পারেনি। কাউন্টার থেকে জানানো হয়েছে তাদের বাস পথে আছে। আসলেই ছেড়ে দেবে।

সিলেটের বিভিন্ন অঞ্চলগামী এনা ট্রান্সপোর্টের টিকিট কাউন্টার থেকে  জানানো হয়, ঈদ উপলক্ষে গতকাল থেকে যাত্রীদের অনেক চাপ রয়েছে। তবে গাড়ির সংকট রয়েছে। যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো সঠিক সময়ে না ফেরায় যাত্রীরা ভোগান্তিতে পরেছেন। আমরা নতুন করে টিকিটও দিতে পারছি না। 

বিশেষ করে টাঙ্গাইলগামী যাত্রীরা অধিক ভোগান্তিতে পরেছেন। বাসের টিকিট কাটতে দীর্ঘলাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। তবে বাস না থাকায় কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে না। 

তন্ময় নামে এক যাত্রী বলেন, ঘণ্টাখানেক সময় ধরে কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছি। কখন বাস আসবে, কখন টিকিট কাটবো আর কখন বাড়ি যাবো আল্লাহ জানেন।

টাঙ্গাইলগামী নিরালা সুপার সার্ভিসের কাউন্টার থেকে জানায়, ঢাকা টাঙ্গাইল রোডে যাত্রী তুলনামূলক বেশি আর রাস্তাটা যানজটপ্রবণ। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো এখনও ফিরতে না পারায় তারা বাস ছাড়তে পারছেন না। আগে টিকিট কাটা সকল যাত্রী বাসে উঠতে না পারায় নতুন করে টিকিট দেওয়া বন্ধ রয়েছে।

তবে এর ব্যাতিক্রমও রয়েছে। যদিও তা সংখ্যায় খুবই কম। ঢাকা থেকে মাদারগঞ্জগামী ক্রাউন ডিলাক্সের যাত্রীদের ১২টা ৫৫ মিনিটে বাসে ওঠার জন্য বলা হয়। কাউন্টারের সামনে টানিয়ে দেওয়া তালিকা অনুযায়ী বেলা ১টায় তাদের গাড়ি ছেড়ে যাওয়ার কথা। সে অনুযায়ী তারা যাত্রীদের ডাকছেন। 

ক্রাউন ডিলাক্সের কাউন্টার থেকে জানানো হয়, তাদের নির্দিষ্ট সংখ্যক বাস ছেড়ে যাবে। সে অনুযায়ী বাস ঢাকায় আছে। ফলে তাদের সিডিউলে কোনো সমস্যা নেই। সঠিক সময়েই বাস ছেড়ে যাচ্ছে। 


img

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ’র ২৭ রাষ্ট্রদূতের বৈঠক চলছে

প্রকাশিত :  ০৮:৩৮, ০৯ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:০৫, ০৯ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের রাষ্ট্রদূতের বৈঠক শুরু হয়েছে। এতে ২৭টি দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে।

রফিকুল আলম বলেন, আলোচনায় জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু প্রধান্য পাবে। এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে।

জনকূটনীতি বিভাগের মহাপরিচালক বলেন, ভারতের ভিসা না পাওয়ায় ইউরোপের কয়েকটি দেশ ফিনল্যান্ড, রোমানিয়ার মতো দেশে সশরীরে উপস্থিত না হয়ে বিকল্প পথে ভিসা দেওয়া যায় কি না, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু নিজস্ব নীতির কারণে ইউরোপের বিভিন্ন দেশ ভিসা পাওয়ার জন্য সশরীরে নয়াদিল্লি যাওয়ার বিকল্পে রাজি হয়নি।

রফিকুল আলম আরও বলেন, ৯ ডিসেম্বর বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা যেন উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে, ভারতে এ বিষয়টি নিশ্চিতে আহ্বান জানালেও এর কোনো উত্তর দেয়নি দেশটি।