কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২
কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল সোয়া ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজি এলাকার চট্টগ্রাম লেনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি এখনো। পুলিশ নিহতদের পরিচয় পেতে কাজ করছে।