img

বাইক আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস

প্রকাশিত :  ০৯:১৯, ১৫ জুন ২০২৪

 বাইক আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস

রাজধানীর বনানীতে বিনিময় পরিবহনের বাস চাপা দিয়ে এক মোটরসাইকেল আরোহীকে বেশ কিছুদূর টেনে নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের।

শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বনানী ২৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনুমানিক ৫৫ বছর বয়সী আক্কাসের গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি আগে সরকারি চাকরি করতেন। বর্তমানে এসকিউ ক্যাবলসে টান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাজপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি কাজী সাহান হক। তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। এ সময় হঠাৎ বিনিময় পরিবহনের একটি বাস বাইকটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আক্কাস নিহত হন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।


img

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ’র ২৭ রাষ্ট্রদূতের বৈঠক চলছে

প্রকাশিত :  ০৮:৩৮, ০৯ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:০৫, ০৯ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের রাষ্ট্রদূতের বৈঠক শুরু হয়েছে। এতে ২৭টি দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে।

রফিকুল আলম বলেন, আলোচনায় জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু প্রধান্য পাবে। এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে।

জনকূটনীতি বিভাগের মহাপরিচালক বলেন, ভারতের ভিসা না পাওয়ায় ইউরোপের কয়েকটি দেশ ফিনল্যান্ড, রোমানিয়ার মতো দেশে সশরীরে উপস্থিত না হয়ে বিকল্প পথে ভিসা দেওয়া যায় কি না, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু নিজস্ব নীতির কারণে ইউরোপের বিভিন্ন দেশ ভিসা পাওয়ার জন্য সশরীরে নয়াদিল্লি যাওয়ার বিকল্পে রাজি হয়নি।

রফিকুল আলম আরও বলেন, ৯ ডিসেম্বর বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা যেন উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে, ভারতে এ বিষয়টি নিশ্চিতে আহ্বান জানালেও এর কোনো উত্তর দেয়নি দেশটি।