img

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯

প্রকাশিত :  ০৬:৫৪, ১৯ জুন ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯

ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৯ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আজ বুধবার ভোররাতে বালুখালী পানবাজার ও হাকিম পাড়া ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-রোহিঙ্গা মো. হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মো. কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মো. হোসেন আহমদ (৩০), তার স্ত্রী আনোয়ারা বেগম ও স্থানীয় শিশু আবদুল করিম (১২)।

পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরী জানান, অতি ভারী বৃষ্টির কারণে থাইংখালি ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসে কাঁটাতারের বাইরে শাহ আলমের বাড়িতে এসে পড়ে। এ সময় আব্দুল করিম নামে এক শিশুর মৃত্যু হয়।

img

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত :  ০৫:৪৬, ১৬ মার্চ ২০২৫

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা। 

সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। এদিন লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন তিনি।

তৃতীয় দিনে সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটির সাথে বৈঠক করেন তিনি।

দিনব্যাপী কয়েকটি বৈঠকের পর ইফতার ও আর্লি ডিনার সেশনে যোগ দেন তিনি। এসময় বাংলাদেশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতাও প্রকাশ করেন তিনি।

জাতীয় এর আরও খবর