img

নিজ দলের নেতৃবৃন্দসহ লিবডেমে যোগ দিলেন কাউন্সিলার রাবিনা খান

প্রকাশিত :  ০৯:৫৮, ৩০ আগষ্ট ২০১৮

নিজ দলের নেতৃবৃন্দসহ লিবডেমে যোগ দিলেন কাউন্সিলার রাবিনা খান

জনমত রিপোর্ট ।।  টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বহুল আলোচিত মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খান লিবারেল ডেমোক্রেটস (লিবডেম) এ যোগদান করেছেন। এসময় তার দল পিপল্স এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটস এর সিনিয়র প্রায় ৫০ জন সদস্য লিবডেমে যোগদান করেছেন বলে নিশ্চিত করেন দলের চেয়ারম্যান সাবেক কাউন্সিলার আব্দুল আসাদ।

লিবডেমে যোগদান উপলক্ষে ২৯ আগস্ট বুধবার পূর্ব লন্ডনের নিডা হাউজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস লিবডেম এর চেয়ার এড লং, পপলার ও লাইম হাউজ এলাকার প্রার্থী এলিনি বাগশো, সাবেক কাউন্সিলার স্টেপনী ইটনসহ অনেকে।
এসময় লিখিত বক্তব্যে বলা হয় লিবডেম ও পিপল্স এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটস দীর্ঘ দিন ধরে একটি উন্নত টাওয়ার হ্যামলেটস গঠন, ব্রেক্সিট সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলা, বিভাজনের রাজনীতিত প্রতিহত করা এবং স্থানীয় সরকারের সেবার মান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে এক যোগে কাজ করে যাচ্ছে।
সংবদ সম্মেলনে নেতৃবৃন্দ টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়রের বিভিন্ন কাজের সমালোচনা করেন। আগামীতে টাওয়ার হ্যামলেটসে লিবডেমকে আরো শক্তিশালী করার দৃড় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে রাবিনা অনুসারী সাবেক কাউন্সিলার ও কাউন্সিলার প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত আসছে–

কমিউনিটি এর আরও খবর

img

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

প্রকাশিত :  ১২:৫১, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৫৯, ১৩ মে ২০২৪

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার সব চেষ্টার মধ্যেও গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। এর আগের মাসে অর্থাৎ, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৭৪ শতাংশ দাঁড়িয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে, গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল নয় দশমিক ৬৪ শতাংশ।

এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। এ দিকে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে; আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকেরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ


কমিউনিটি এর আরও খবর