img

বিয়ের একসপ্তাহ না কাটতেই সোনাক্ষী-জাহিরের নতুন খবরের গুঞ্জন

প্রকাশিত :  ১১:৩২, ২৯ জুন ২০২৪
সর্বশেষ আপডেট: ১১:৫৫, ২৯ জুন ২০২৪

বিয়ের একসপ্তাহ না কাটতেই সোনাক্ষী-জাহিরের নতুন খবরের গুঞ্জন

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের বিয়ের একসপ্তাহ না কাটতেই তাদের নিয়ে নতুন খবরের গুঞ্জনে মেতেছে নেটিজেনরা। এর মধ্যেই কি অন্তঃসত্ত্বা হলেন অভিনেত্রী? সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে এমন প্রশ্নই উঠেছে নেটদুনিয়ায়।  

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভাইরাল হয়েছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের একটি ভিডিও। 

এতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী-জাহির। তবে ক্যামেরাম্যানদের দেখতে পেয়েই গাড়িতে উঠে পড়েন তারা। 


এদিকে এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ এই ঘটনার সঙ্গে আলিয়া ভাটের উদাহরণ টানছেন। বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন রণবীর-আলিয়া দম্পতি। 

সেই একই পথই কি অনুসরণ করবেন সোনাক্ষী-জাহিরও? এক নেটাগরিকের মন্তব্য, ‘কোলে হয়তো সন্তান আসছে। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন সোনাক্ষী।’

দীর্ঘ সাত বছর প্রেমের পর গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ২৩ জুন রবিবার স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন তারা।


img

‘বিনোদিনী’ রূপে রুক্মিণী মৈত্র

প্রকাশিত :  ১৪:২৫, ০১ নভেম্বর ২০২৪

মহালয়ার সকালে প্রকাশ্যে এসেছিল প্রথম ঝলক। এবার কালীপুজোয় দেখা মিলল ধামাকা প্রোমো । মুক্তি পেল টলিউড  অভিনেত্রী রুক্মিণী মিত্রের আগামী ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’-এর টিজার (Binodini Teaser)। নয়া অবতারে পর্দায় ধরা দিলেন রুক্মিনী। চরিত্রের তাগিদে নিজেকে অনেকটা ভেঙেছেন অভিনেত্রী। তাঁকে দেখে প্রশংসার ঝড় নেটদুনিয়ায়।

ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অপরদিকে, রাহুল বসুকে দেখা যাবে রঙ্গবাবুর চরিত্রে। বিনোদিনীর জীবন কাহিনীর এক অন্যতম চরিত্র ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীরকে। বিনোদিনীর প্রেমিকের ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওম সাহানিকে।

প্রসঙ্গত, বছর দুই আগে ‘বিনোদিনী- একটি নটির উপাখ্যান’ হিসেবে রুক্মিণীর লুক প্রকাশ্যে এসছিল। তাতে ‘শ্রী চৈতন্য লীলা’ নাটকের দৃশ্য তুলে ধরা হয়েছে। শ্রীচৈতন্য রূপেই ক্যামেরাবন্দি হয়েছেন রুক্মিনী।