img

বিয়ের একসপ্তাহ না কাটতেই সোনাক্ষী-জাহিরের নতুন খবরের গুঞ্জন

প্রকাশিত :  ১১:৩২, ২৯ জুন ২০২৪
সর্বশেষ আপডেট: ১১:৫৫, ২৯ জুন ২০২৪

বিয়ের একসপ্তাহ না কাটতেই সোনাক্ষী-জাহিরের নতুন খবরের গুঞ্জন

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের বিয়ের একসপ্তাহ না কাটতেই তাদের নিয়ে নতুন খবরের গুঞ্জনে মেতেছে নেটিজেনরা। এর মধ্যেই কি অন্তঃসত্ত্বা হলেন অভিনেত্রী? সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে এমন প্রশ্নই উঠেছে নেটদুনিয়ায়।  

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভাইরাল হয়েছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের একটি ভিডিও। 

এতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী-জাহির। তবে ক্যামেরাম্যানদের দেখতে পেয়েই গাড়িতে উঠে পড়েন তারা। 


এদিকে এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ এই ঘটনার সঙ্গে আলিয়া ভাটের উদাহরণ টানছেন। বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন রণবীর-আলিয়া দম্পতি। 

সেই একই পথই কি অনুসরণ করবেন সোনাক্ষী-জাহিরও? এক নেটাগরিকের মন্তব্য, ‘কোলে হয়তো সন্তান আসছে। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন সোনাক্ষী।’

দীর্ঘ সাত বছর প্রেমের পর গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ২৩ জুন রবিবার স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন তারা।


img

দক্ষিণের রাজকুমারী শ্রীলীলার বলিউডে অভিষেক

প্রকাশিত :  ১০:১৯, ১১ অক্টোবর ২০২৪

অভিনেত্রী শ্রীলীলা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের রাজকুমারী হিসেবে পরিচিত । মেধা ও পরিশ্রম দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে কয়েক বছর ধরে নিজের অবস্থান শক্ত করেছেন। খুব কম সময়ের মধ্যে দক্ষিণী এই তারকা প্রমাণ করেছেন, তিনি চলচ্চিত্র শিল্পকে জয় করতে এসেছেন।

এখন পর্যন্ত শ্রীলীলা মহেশ বাবু, রবি তেজা, অস্ত্র অর্জুনের মতো দক্ষিণী তারকাদের সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত \'গুটুর কারাম\' চলচ্চিত্রে কাজ করে তিনি প্রসংশীত হয়েছেন।

অভিনেত্রীর পরের চলচ্চিত্র ‘উস্তাদ জগৎ সিং’। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার, তার বিপরীতে দেখা যাবে পবন কল্যাণকে। এবার  শ্রীলীলার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। শ্রীলীলা একজন নৃত্যশিল্পী, যা তার বলিউড ক্যারিয়ার রাঙাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তার অনুরাগীরা মনে করছেন।

২০০১ সালের ১৪ জুন জন্মগ্রহণ করা শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেত্রী। ২০১৯ সালে কন্নড় সিনেমা \'কিস\' এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে

অভিষেক হয়। তিনি এ পর্যন্ত যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে আছে \'পেলু সান্দাদি\', \'ধামাকা\', \'ভগবন্ত কেশরী, \'এক্সট্রা অর্ডিনারি ম্যান\' ইত্যাদি।