img

ভেবেছিলাম আমার জীবনের গল্প শেষ: সুস্মিতা সেন

প্রকাশিত :  ১২:০৪, ০২ জুলাই ২০২৪

ভেবেছিলাম আমার জীবনের গল্প শেষ: সুস্মিতা সেন

গত বছরের শুরুর দিকে তার মেজর হার্ট অ্যাটাক হয়েছিল বলিউড অভিনেত্রী ও মডেল সুস্মিতা সেনের। তবে এ যাত্রায় বেঁচে যান এ মিস ইউনিভার্স। কিন্তু সেই সময়ে সুস্মিতা ভেবেছিলেন-‘তার জীবনের গল্প এখানেই শেষ।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ১ জুলাই ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সুস্মিতা।

সেখানে তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার ওই ৪৫ মিনিটই তার জীবনের সবচেয়ে কঠিন সময়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসকরাও তার সঙ্গে লড়েছিলেন। 

এসময় চিকিৎসকদের উদ্দেশে সুস্মিতা বলেন, চিকিৎসকদের অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই আমার গল্পটা এখনও চলছে। তারা আমার লড়াইয়ে হাল ছেড়ে দেননি। আমাকেও হাল ছাড়তে দেননি। 

আমার জীবনের জন্য তারা একটা নতুন গল্প লিখে দিয়েছেন। আমায় নতুন দিশা দেখিয়েছেন। ওটাই আমার দ্বিতীয় জন্মদিন। আমার সেই দিনটা সমস্ত চিকিৎসকদের উৎসর্গ করলাম।

অভিনেত্রী আরও বলেন, চিকিৎসকরাই আমায় জীবনে একটা নতুন সুযোগ দিয়েছেন। আমি আমার হৃদয় থেকে তাদের ধন্যবাদ জানাতে চাই। 

‘আরিয়া’ সিরিজের শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা। ওটিটি প্ল্যাটফর্মে এটাই সুস্মিতার প্রথম কাজ।

img

দক্ষিণের রাজকুমারী শ্রীলীলার বলিউডে অভিষেক

প্রকাশিত :  ১০:১৯, ১১ অক্টোবর ২০২৪

অভিনেত্রী শ্রীলীলা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের রাজকুমারী হিসেবে পরিচিত । মেধা ও পরিশ্রম দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে কয়েক বছর ধরে নিজের অবস্থান শক্ত করেছেন। খুব কম সময়ের মধ্যে দক্ষিণী এই তারকা প্রমাণ করেছেন, তিনি চলচ্চিত্র শিল্পকে জয় করতে এসেছেন।

এখন পর্যন্ত শ্রীলীলা মহেশ বাবু, রবি তেজা, অস্ত্র অর্জুনের মতো দক্ষিণী তারকাদের সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত \'গুটুর কারাম\' চলচ্চিত্রে কাজ করে তিনি প্রসংশীত হয়েছেন।

অভিনেত্রীর পরের চলচ্চিত্র ‘উস্তাদ জগৎ সিং’। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার, তার বিপরীতে দেখা যাবে পবন কল্যাণকে। এবার  শ্রীলীলার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। শ্রীলীলা একজন নৃত্যশিল্পী, যা তার বলিউড ক্যারিয়ার রাঙাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তার অনুরাগীরা মনে করছেন।

২০০১ সালের ১৪ জুন জন্মগ্রহণ করা শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেত্রী। ২০১৯ সালে কন্নড় সিনেমা \'কিস\' এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে

অভিষেক হয়। তিনি এ পর্যন্ত যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে আছে \'পেলু সান্দাদি\', \'ধামাকা\', \'ভগবন্ত কেশরী, \'এক্সট্রা অর্ডিনারি ম্যান\' ইত্যাদি।