ভেবেছিলাম আমার জীবনের গল্প শেষ: সুস্মিতা সেন
গত বছরের শুরুর দিকে তার মেজর হার্ট অ্যাটাক হয়েছিল বলিউড অভিনেত্রী ও মডেল সুস্মিতা সেনের। তবে এ যাত্রায় বেঁচে যান এ মিস ইউনিভার্স। কিন্তু সেই সময়ে সুস্মিতা ভেবেছিলেন-‘তার জীবনের গল্প এখানেই শেষ।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ১ জুলাই ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সুস্মিতা।
সেখানে তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার ওই ৪৫ মিনিটই তার জীবনের সবচেয়ে কঠিন সময়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসকরাও তার সঙ্গে লড়েছিলেন।
এসময় চিকিৎসকদের উদ্দেশে সুস্মিতা বলেন, চিকিৎসকদের অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই আমার গল্পটা এখনও চলছে। তারা আমার লড়াইয়ে হাল ছেড়ে দেননি। আমাকেও হাল ছাড়তে দেননি।
আমার জীবনের জন্য তারা একটা নতুন গল্প লিখে দিয়েছেন। আমায় নতুন দিশা দেখিয়েছেন। ওটাই আমার দ্বিতীয় জন্মদিন। আমার সেই দিনটা সমস্ত চিকিৎসকদের উৎসর্গ করলাম।
অভিনেত্রী আরও বলেন, চিকিৎসকরাই আমায় জীবনে একটা নতুন সুযোগ দিয়েছেন। আমি আমার হৃদয় থেকে তাদের ধন্যবাদ জানাতে চাই।
‘আরিয়া’ সিরিজের শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা। ওটিটি প্ল্যাটফর্মে এটাই সুস্মিতার প্রথম কাজ।