ব্রিটেনের নির্বাচন

img

পরাজয় স্বীকার করে যা বললেন ঋষি সুনাক

প্রকাশিত :  ০৬:৪৫, ০৫ জুলাই ২০২৪

পরাজয় স্বীকার করে যা বললেন ঋষি সুনাক

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনের সরকারি ফল আসার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া লেবার পার্টির নেতা কিয়ের স্টরমারকে অভিনন্দন জানিয়েছেন। 

সুনাক বলেছেন, ‘আজ ব্রিটিশ জনগণ গুরুগম্ভীর রায় দিয়েছে… অনেক কিছু শেখার আছে… আমি এই হারের দায় নিচ্ছি।’ লেবার পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর নিয়মমাফিক এবং শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন তিনি।

নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ঋষি সুনাক। তিনি বলেন, আজকের এই কঠিন রাতে আমি রিচমুন্ড এবং নর্থ অ্যালনের বাসিন্দাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। আমি যখন এখানে এসেছিলাম আপনারা আমাদের সাদরে গ্রহণ করেছেন। আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি।

তিনি আরও বলেন, লেবার পার্টি নির্বাচনে জিতেছে। আমি কিয়ের স্টরমারকে অভিনন্দন জানাতে ফোন করেছিলাম। নিয়মমাফিক এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও আশ্বস্ত করেন তিনি। 

বাংলাদেশ সময় সকাল সোয়া ১১টা পর্যন্ত ৩৯২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬টি আসনের প্রয়োজন হয় দেশটিতে। অন্যদিকে ভরাডুবি হয়েছে কনজারভেটিভ পার্টির। তাঁরা এই সময়ে তাঁরা পেয়েছে মাত্র ১০২টি আসন।

তবে এর আগেই বুথ ফেরত জরিপে ফলাফলের আভাস জানানো হয়েছে। জরিপে বলা হয়েছে, বিরোধী দল লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আভাস পাওয়া গেছে। তবে সরকারি ফলাফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিলেন সুনাক। 

সূত্র : সিএনএন ও বিবিসি।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক চান খালেদা জিয়া

প্রকাশিত :  ২০:২৫, ০৪ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:০৩, ০৫ সেপ্টেম্বর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

আজ  বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষৎ করতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান ব্রিটিশ হাইকমিশনার। এ সময় তিনি বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

সে সময় তাদের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সাক্ষাৎ অনুষ্ঠান হয়। সাক্ষাতে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার কথা বলেছেন খালেদা জিয়া। 

এ সময় ফিরোজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিকী এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এছাড়া উপস্থিত ছিলেন  বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার।

যুক্তরাজ্য এর আরও খবর