সিলেটে বিদেশ যাত্রী সেজে ২৮ লাখ টাকার মাদক পাচারকালে গ্রেপ্তার ৩
বিদেশ যাত্রী সেজে বিপুল পরিমাণ মাদক নিয়ে যাচ্ছিল একদল মাদক কারবারি। তাদের ধারণা ছিল এতে পুলিশের নজর এড়ানো যাবে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি পূর্বপাড়া এলাকায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ধরা পড়ে প্রায় ২৮ লাখ ৩৫ হাজার টাকার মাদকদ্রব্য। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে-
সিলেটের দক্ষিণ সুরমা থানার বলদি গ্রামের মৃত নানু মিয়ার ছেলে এনাম আহমদ, কোতয়ালী মডেল থানার কুমারপাড়ার মৃত ইয়াছির মিয়ার ছেলে আম্বিয়া টিপু ও বলদি গ্রামের ফজল আলী।
শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ মডেল থানায় সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার।
তিনি জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে একটি প্রাইভেট কারে বিদেশগামী যাত্রী সেজে
সিলেট থেকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে আসছিলো দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে মাদক কারবারিরা। এসময় স্থানী যুবকের সহায়তায় উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জনকে এবং তাদের তথ্যের ভিত্তিতে আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ২০০ পিস ইয়াবা, নগদ ১ লাখ ২ হাজার টাকা, একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৩৫ হাজার টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার আরও জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।