img

নিউইয়র্কে প্রবাসীদের সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১২ দফা দাবি

প্রকাশিত :  ১২:৩৯, ০৮ জুলাই ২০২৪

নিউইয়র্কে প্রবাসীদের সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১২ দফা দাবি

বিশ্বজুড়ে বসবাসকারী প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাড়ছে রিজার্ভ। কিন্তু এসব রেমিটেন্স যোদ্ধারা নিজ মাতৃভূমিসহ বিভিন্ন দেশে নানা সমস্যায় জর্জরিত। তাদের এসব সমস্যা সমাধানে ১২ দফা দাবি উত্থাপন করেছে প্রবাসী বাংলাদেশি ফোরাম। 

১২ দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি নিউইয়র্ক সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি”র হাতে তুলে দেওয়া হয় গত  বৃহস্পতিবার  ,২৭ জুন ২০২৪, রাত ১০টায় ম্যানহাটনে হোটেল সুইটে প্রবাসীদের পক্ষে স্বারকলিপিটি  তার তুলে দেন প্রবাসী বাংলাদেশি ফোরামের আহ্বায়ক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম এবং ডা. নারগিস রহমান  এবং  সামছু উদ্দিন আহমেদ শামীম । এর আগেও কয়েকবার এই দাবিগুলো সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরেছিলেন  এসংগঠন ।আবারও এসংগঠন  স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবিগুলো তুলে ধরেন। 


দাবির মধ্যে রয়েছে: 

১. নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু।

২. নিউইয়র্কসহ সারা বিশ্বের বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালু করা, যা ব্রিটেনে করা হয়েছে ।

৩. বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা।

৪. দেশের ভূমিদূস্যদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করা। বিশেষ করে চুক্তি মোতাবেক ক্রয় করা জমি, প্লট, অ্যাপার্টমেন্ট সহজে সংশ্লিষ্ট প্রবাসীর কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা। 

৫. ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা। 

৬. দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা। 

৭. বাংলাদেশের অফিস-আদালতে লাল ফিতার দৌরাত্ব বন্ধ করা, এছাড়া প্রবাসীদের জন্য ঢাকায় চালু করা ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করা।

৮. প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের অর্থে গড়ে ওঠা অর্থনীতির সমাধান ।

কমিউনিটি এর আরও খবর

img

বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ও বৈশাখী উৎসব

প্রকাশিত :  ১৩:০৭, ১৬ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:১৬, ১৬ জুন ২০২৫

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের এজিএম এবং বৈশাখী উৎসব গতকাল (১৫ জুন) রবিবার অনুষ্ঠিত হয়েছে । 

সংগঠনের সাধারণ সস্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাতের পরিচালনায় এবং ট্রাস্টি বোর্ডের চেয়ার অধীর রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে রহমান জিলানি, মোহাম্মদ এনামুল হক, আব্দুল আউয়াল, অধীর দাস, ড. সিরাজ চৌধুরী, অজিত সাহা, কাউন্সিলর সায়মা আহমেদ, বুলবুল হাসান, আশরাফ জামান, আসাবুল হোসেন, ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী, ডা. ডাম্বেল বিশ্বাস এবং মোহাম্মদ খালেদ মিল্লাতকে সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. রেজাউল করিম চুন্নু। 

বৈশাখী আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং অতিথি শিল্পীরা গান, আবৃত্তি, ফ্যাশন শো আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

কমিউনিটি এর আরও খবর