img

নৌকায় বালু লোডকে কেন্দ্র করে জাফলংয়ে নিহত ১, আটক ১

প্রকাশিত :  ০৯:২৪, ০৯ জুলাই ২০২৪

নৌকায় বালু লোডকে কেন্দ্র করে  জাফলংয়ে নিহত ১, আটক ১

সিলেট জেলার গোয়াইনঘাটের জাফলং পিয়াইন নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু লোড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন এর নয়াবস্তি গ্রামের আব্দুল করিমের পুত্র আব্দুর নুর (৩৫)।

সোমবার সকালে জাফলং চা বাগান ও নয়াবস্তি এলাকার মাঝামাঝি নদীতে ড্রেজার মেশিন দিয়ে স্টিল নৌকায় বালু লোডের সিরিয়ালকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসেন মিয়াকে (২৫) আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। ধৃত হোসেন মিয়া উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর গ্রামের রুস্তম খা’র ছেলে।

স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, প্রতিদিনের ন্যায় নিহত আব্দুর নুর ও হোসেন খাঁ জাফলং নদীতে নৌকা নিয়ে শ্রমিকের কাজ করতে যান। নৌকা রাখা ও নৌকায় বালু লোড দেওয়াকে কেন্দ্র করে আব্দুর নূর ও হোসেন’র মধ্যে কথা-কাটাকাটি এক পর্যায় মারামারি হয়। মারামারি মুহূর্তে হোসেন খাঁ নিহত আব্দুর নূরকে সজোরে ধাক্কা দিলে অপর পাশে থাকা নৌকায় ছিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজি করে নদী থেকে আব্দুর নূরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় স্থানীয় জনতা হোসেন মিয়াকে আটক করে পুলিশ দেয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়েই গোয়াইনঘাট থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য

 সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।


img

চুনারুঘাটে নারীসহ ৩ মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ০৬:১২, ০৭ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পৃথকস্থানে তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাজিগঞ্জ এলাকায় নিজ পোল্ট্রি খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন রায় (৩৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী মারা গেছেন। সুমন রায় গাজিগঞ্জ এলাকার দেবব্রত রায়ের পুত্র।

একই দিন বিকালে উপজেলার মিরাশি ইউনিয়নের পরাঝার খোয়াই নদী থেকে প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, বিকালে রাণীগাঁও ইউনিয়নে গ্রিনল্যান্ড পার্কে ষাটোর্ধ আব্দুল মতিন কাঁঠাল গাছের ডালের সাথে পরনের লুঙ্গি পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত আব্দুল মতিন দক্ষিণ রাণীগাঁও এলাকার মৃত আব্দুল নুরের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন।

সিলেটের খবর এর আরও খবর