img

বাংলাদেশিদের সাথে বাণিজ্য ও পার্টনারশীপ সম্প্রসারণে আগ্রহী আমেরিকার লাইবর

প্রকাশিত :  ১৯:৩২, ০৯ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট: ১৯:৩৬, ০৯ জুলাই ২০২৪

বাংলাদেশিদের সাথে বাণিজ্য ও পার্টনারশীপ সম্প্রসারণে আগ্রহী আমেরিকার লাইবর

আনসার আহমেদ উল্লাহ: নানামুখী নির্মাণখাতে বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে বাণিজ্য ও পার্টনারশীপ সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেছে ৩৩,০০০ রেজিস্টার্ড সদস্য সম্বলিত আমেরিকার ৪র্থ বৃহত্তম বাণিজ্য সংগঠন লংআইল্যান্ড বোর্ড অব রিয়েলটর, লাইবর।

সেন্টার ফর এনআরবি’র সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ ডোরিন স্প্যাগনুওলো ও লাইবর নেতৃবৃন্দ। নিউইয়র্কের লংআইল্যান্ডে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সেন্টার ফর এনআরবি’র প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী, অপ্টিমিষ্ট এর সহ-প্রতিষ্ঠাতা রিয়েলটর মোঃ সামীম আহমদ, কমিউনিটি নেতা লুৎফুর রহমান চৌধুরী, ব্যাংকার ওয়াসেফ চৌধুরী প্রমুখ এবং লাইবরের প্রতিনিধিদলে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ডোরিন স্প্যাগনুওলো, লোবাল বিজনেস কমিটির ভাইস-চেয়ার ড্যানিয়েলা ডিয়াজ, ইভান স্মিথ, লোবাল বিজনেস লিয়াজন, জন এস মোলনার,গ্লোবাল বিজনেস কমিটির সদস্য, সাবেক প্রেসিডেন্ট সুসান হেলসিঞ্জার, সেক্রেটারি-কোষাধ্যক্ষ শান খান, জিনা মারি বেটেনহাউসার, সাবেক প্রেসিডেন্ট, জিসেলা ক্রেজ গ্লোবাল বিজনেস কমিটির সদস্য, ও মালগোরজাটা পারলেউইচ,গ্লোবাল বিজনেস কমিটির সদস্য প্রমুখ নেতৃবৃন্দ ।

বৈঠকে বাংলাদেশী আমেরিকান ব্যবসায়ী ও কমিউনিটির দ্রুত বর্ধনশীল বাণিজ্য ও সামাজিক অবদানের কথা উল্লেখ করেন লাইবর নেতৃবৃন্দ। এনআরবি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিশ্বময় বাংলাদেশীদের নানামুখী অবদান ও স্থানীয় রাজনীতি সহ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশীদের অংশগ্রহনের কথা উল্লেখ করেন এবং আমেরিকার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে উভয় সংগঠন সম্প্রীতি স্মারক বিনিময় করেন। লাইবর নেতৃবৃন্দ বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ও তাদের পরবর্তী আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশী ব্যবসায়ীদের অংশগ্রহনের আমন্ত্রণ জানান এবং এ ব্যাপারে সেন্টার ফর এনআরবি কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের আহ্বান জানান।

কমিউনিটি এর আরও খবর

img

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত :  ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানার মধ্যে বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন ও শনিবার ভোর রাত ৩টায় আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।

অন্য আরেকজন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই মৃতদেহ দুটি দেশে প্রেরণের আশ্বাস দেন প্রথম সচিব শ্রম এএসএম  জাহিদুর রহমান।

প্রথম সচিব জাহিদুর রহমান আরও জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে।


কমিউনিটি এর আরও খবর