img

হঠাৎ শত্রু বেড়ে গেছে, বললেন মিষ্টি জান্নাত

প্রকাশিত :  ১২:২২, ১৩ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৩০, ১৩ জুলাই ২০২৪

হঠাৎ শত্রু বেড়ে গেছে, বললেন মিষ্টি জান্নাত

‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ২০১৪ সালে রূপালি পর্দায় যাত্রা শুরু চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়।  তবে কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন তার থেকে বিয়ে ও নানা মুখরোচক খবরে শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী।  

এদিকে মিষ্টি জান্নাতকে নিয়ে নানা বিতর্ক ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।  

সম্প্রতি সংবাদ সম্মেলনে সব বিতর্ক ও গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।  

মিষ্টি জান্নাত বলেন, ‘ভাইরাল হওয়ার পরে কাজের চাপ বেড়েছে। তবে হঠাৎ করে শক্রও বেড়ে গেছে। কিছু নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু ছিল তবে ভাইরাল হওয়ার পরে তারা আমার ক্লিনিকে নোটিশ পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার ক্লিনিকে ভুল চিকিৎসা হয় এমন প্রমাণ করার জন্য কিছু মানুষকে  রোগী সাজিয়ে পাঠানো হচ্ছে। আর তাদের দিয়ে বলানো হচ্ছে যে. আমি এখানে কোনো চিকিৎসা দিতে পারি না। অথচ সেখানে চিকিৎসা দিয়ে থাকেন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা। ’

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার সুপার স্টার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

img

সালমান শাহকে স্মরণ করে যা লিখলেন শাবনূর

প্রকাশিত :  ১১:১০, ০৭ সেপ্টেম্বর ২০২৪

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। অভিনয়ের স্বতন্ত্র ধারা আর ফ্যাশন সচেতনতা তাকে নিয়ে যায় ভিন্ন এক উচ্চতায়। হয়ে উঠেছিলেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। 

ঢালিউডের অন্যতম শ্রেষ্ঠ জুটি হিসেবে পরিচিতি পেয়েছিল সালমান শাহ-শাবনূর জুটি। দর্শকের কাছে এই জুটির চাহিদা এতটাই বেশি ছিল যে, তাদের নব্বইভাগ সিনেমাই সুপারহিট।

শুক্রবার ছিল সালমান শাহর মৃত্যু দিবস। তাই তো নিজের সিনেমার প্রয়াত নায়ককে স্মরণ করতে ভোলেননি ঢালিউড অভিনেত্রী শাবনূর। অস্ট্রেলিয়া থেকে একটি নতুন ছবি তুলে নায়কের একটি পুরনো ছবির সঙ্গে কোলাজ করে ফেসবুকে পোস্ট করেছেন এ নন্দিত অভিনেত্রী।

মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন তিনি। এর মধ্যে শাবনূরের সঙ্গে সবচেয়ে বেশি সিনেয়ায় অভিনয় করেন সালমান শাহ।

পোস্টে শাবনূর লিখেছেন, আজ চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রে বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছিলেন সবার প্রিয় নায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এ নক্ষত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওপারে ভালো থেকো সালমান।

সালমান-শাবনূরের জুটিকে ঢালিউডের সেরা জুটি বলা হয়। দর্শকের কাছে এই জুটি জনপ্রিয় ছিল। সালমান শাহ এবং শাবনূরের বেশিরভাগ সিনেমা সেই সময়ে দর্শকের মন জয় করেছিল।

১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় কাজ করেছেন সালমান শাহ। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অনেক বিজ্ঞাপনও করেছেন। এ তারকার সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’।