img

হঠাৎ শত্রু বেড়ে গেছে, বললেন মিষ্টি জান্নাত

প্রকাশিত :  ১২:২২, ১৩ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৩০, ১৩ জুলাই ২০২৪

হঠাৎ শত্রু বেড়ে গেছে, বললেন মিষ্টি জান্নাত

‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ২০১৪ সালে রূপালি পর্দায় যাত্রা শুরু চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়।  তবে কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন তার থেকে বিয়ে ও নানা মুখরোচক খবরে শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী।  

এদিকে মিষ্টি জান্নাতকে নিয়ে নানা বিতর্ক ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।  

সম্প্রতি সংবাদ সম্মেলনে সব বিতর্ক ও গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।  

মিষ্টি জান্নাত বলেন, ‘ভাইরাল হওয়ার পরে কাজের চাপ বেড়েছে। তবে হঠাৎ করে শক্রও বেড়ে গেছে। কিছু নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু ছিল তবে ভাইরাল হওয়ার পরে তারা আমার ক্লিনিকে নোটিশ পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার ক্লিনিকে ভুল চিকিৎসা হয় এমন প্রমাণ করার জন্য কিছু মানুষকে  রোগী সাজিয়ে পাঠানো হচ্ছে। আর তাদের দিয়ে বলানো হচ্ছে যে. আমি এখানে কোনো চিকিৎসা দিতে পারি না। অথচ সেখানে চিকিৎসা দিয়ে থাকেন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা। ’

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার সুপার স্টার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

img

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেহজাবীনের অভিনন্দন

প্রকাশিত :  ১০:৪৭, ১৫ অক্টোবর ২০২৪

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার ফলাফল প্রকাশের পর নিজের ফেসবুক হ্যান্ডেলে মেহজাবীন লেখেন, ‘যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।’

এছাড়া যারা আশানুরূপ ফল করতে পারেনি তাদের জন্যও শুভ কামনা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না।

এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।

অভিনেত্রীর এ পোস্টে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।