img

আইনি ও সামাজিক সুরক্ষায় ব্লাস্টের গোলটেবিল বৈঠক

প্রকাশিত :  ১০:০৯, ১৬ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট: ১০:১২, ১৬ জুলাই ২০২৪

আইনি ও সামাজিক সুরক্ষায় ব্লাস্টের গোলটেবিল বৈঠক

সংগ্রাম দত্ত: ব্লাস্টের "এমপাওয়ারিং লেফট বিহাইন্ড মাইনোরিটি কমিউনিটি (ইএলএমসি)" প্রকল্পের আওতায়, বাংলাদেশের আটটি জেলায় ও জাতীয় পর্যায়ে চারটি প্রান্তিক জনগোষ্ঠী; দলিত, সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠী, লিঙ্গ বৈচিত্রময় (হিজড়া এবং ট্রান্সজেন্ডার) জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভা হতে প্রাপ্ত সুপারিশসমূহ নিয়ে প্রথম আলো ও ব্লাস্ট আয়োজনে ১৫ জুলাই  "প্রান্তিক জনগোষ্ঠীর আইনি ও সামাজিক সুরক্ষায় করণীয়" বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে বিভিন্ন মন্ত্রণায়য়ের প্রতিনিধি, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি, জনপ্রতিনিধি, গবেষক, এনজিও প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।


img

তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

প্রকাশিত :  ১১:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বৈরী আবহাওয়ার কারণে হাতিয়াসহ তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়া এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিআইডব্লিউটিএ জানিয়েছে- উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া চলছে। সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে এবং যাত্রীদের জানমালের নিরাপত্তায় ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়াগামী, বেতুয়া ও হাতিয়া থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খেপুপাড়াগামী ও খেপুপাড়া থেকে ঢাকাগামী- এই তিনটি উপকূলীয় অঞ্চলের নৌ পথে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচল বন্ধ রাখার কথাও জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থল নিম্নচাপ আকারে এটি এখন খুলনা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে আজ শনিবার সারাদেশে বৃষ্টি হতে পারে। এছাড়াও সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, এখন যে বৃষ্টি হচ্ছে, তা মূলত গভীর নিম্নচাপের কারণে। এটি স্থল নিম্নচাপ আকারে যশোর অঞ্চলে অবস্থান করছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে। এর প্রভাবে আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টি কমতে পারে। 

এদিকে গতকাল সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে কুতুবদিয়ায় সর্বোচ্চ ২৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীর আকাশ আজ সকাল থেকে মেঘলা। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমনটা সারা দিনই থাকতে পারে।

এদিকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

বাংলাদেশ এর আরও খবর